বেসরকারি চাকুরি

দি একমি ল্যারেটরিজ লিঃ ৩ পদে নিয়োগ

ঔষধ কোম্পানীতে নিয়োগ

ঔষধ কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি

Walk-in-interview 7 to 11 November 2021

দি একমি ল্যারেটরিজ লিঃ নিয়োগ সার্কুলারটি ০৫ নভেম্বর  দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকুরির খবর পাতায় প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে সরাসরি ইন্টারভিউতে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে কোম্পানীর ওয়েব সাইট https://www.acmeglobal.com ভিজিট করুন।

সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখতে পেজের সাথে থাকুন…..

দি একমি ল্যারেটরিজ নিয়োগ বিজ্ঞপ্তি, ঔষধ কোম্পানীতে চাকুরি

আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের  ওয়েবসাইট থেকে থেকে সদ্য প্রকাশিত নিয়োগ  সার্কুলার থেকে তথ্য সংগ্রহ করেছি। দি একমি লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আবেদনের শেষ তারিখ ই-মেইল  ও ওয়েবসাইটের ঠিকানা। কার্যালয় এবং প্রকাশিত চাকুরীর সার্কুলারের গুণমান এবং বিজ্ঞপ্তির ইমেজ ডাউনলোড করতে পারবেন।

 বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

এখানে আপনি দি একমি লিঃ নিয়োগ ও চাকুরীর সাথে সম্পর্কিত সকল তথ্য পাবেন। কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যও রয়েছে। আপনি যদি এরিস্টোফার্মা লিঃ নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আরও তথ্য দেখতে চান তবে আপনি আমাদের সরকারি চাকরি বিভাগে যেতে পারেন।

নিয়োগ বিস্তারিতঃ

১। পদের নামঃ জুনিয়র এস.আর

  • শূন্য পদের সংখ্যাঃ নির্ধারিত নেই
  • বেতন – আলোচনা সাপেক্ষে
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান
  • বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

২। পদের নামঃ জুনিয়র প্যাকিংম্যান

  • শূন্য পদের সংখ্যাঃ নির্ধারিত নেই
  • বেতন – আলোচনা সাপেক্ষে
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান
  • বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

৩। পদের নামঃ ড্রাইভার

  • শূন্য পদের সংখ্যাঃ নির্ধারিত নেই
  • বেতন – আলোচনা সাপেক্ষে
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি পাশ, বৈধ লাইসেন্স থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

বিস্তারিত জানার জন্য দি একমি ল্যাবরেটরিজ লিঃ নিয়োগ সার্কুলার দেখুন।

দি একমি লেবরেটরিজ লিঃ

প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com -এ ঠিকানায়। আপনার যে কোন তথ্য বা লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment