বেসরকারী কোম্পানীতে চাকরি
প্রমি এগ্রো ফুডস্ লিঃ দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপনন ও জাতীয় রপ্তানীতে স্বর্ণপদক অর্জণকারী প্রতিষ্ঠান। তাদের পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ দেশব্যাপী ডিলার/কমিশন এজেন্ট নিয়োগ চলছে। এর পাশাপাশি সেলস্ এন্ড মার্কেটিং বিভাগে জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদ সমূহে দক্ষ এবং অভিজ্ঞ লোক নিয়োগ দেয়া হবে।
সরকারি ও বেসরকারি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেজে থাকুন…..
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
প্রমি এগ্রো ফুডস্ নিয়োগ, জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
১। পদের নামঃ এরিয়া সেলস ম্যানেজার (এ.এস.এম)
- পদের সংখ্যাঃ ৪০ জন (পুরুষ)
- শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম স্নাতক/স্নাতকোত্তর
- অভিজ্ঞতাঃ ০৩-০৫ বছর
- বয়সঃ সর্বোচ্চ ২৭-৪০ বছর
২। পদের নামঃ সেলস্ অফিসার (এস,ও)
- পদের সংখ্যাঃ ৩০০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি
- অভিজ্ঞতাঃ নুন্যতম ১ বছর
- বয়সঃ সর্বোচ্চ ১৮-৩০ বছর
৩। পদের নামঃ ব্রান্ড প্রমোটর (মহিলা)
- পদের সংখ্যাঃ ৫০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/ডিগ্রী/ বা সমমান পাশ
- কর্মস্থলঃ ঢাকা,
- সাক্ষাতকারঃ শুধুমাত্র ঢাকা প্রধান কার্যালয়
- বয়সঃ সর্বোচ্চ ১৮-৩০ বছর
সাক্ষাতকারের তারিখ সময়ঃ
- ২০ নভেম্বর থেকে ০৩ ডিসেম্বর
- প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ০৫টার মধ্যে
- ময়মনসিংহ, রংপুর, বগুড়া, যশোর, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এলাকায় ২৬ নভেম্বর এবং ০৩ ডিসেম্বর সাক্ষাতকার গ্রহণ করা হবে।
সাক্ষাতকারের স্থানঃ
সাক্ষাতের সময় যা যা লাগবেঃ
- আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি
বিস্তারিত জানতে প্রমি ফুডস্ লিঃ এর ওয়েব সাইট www.prome.com.bd ভিজিট করতে পারেন।
প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com-এ ঠিকানায়। আপনার কনটেন্ট আপনার নামে প্রকাশ করা হবে।