গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় সংবাদ

বাংলাদেশিরা এবারও হজে যেতে পারবেন না

বিশ্ব মহামারী করোনা এবং সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছর হজে যাওয়া বন্ধ ছিল। এবারও হজযাত্রী পরিবহণ বন্ধ থাকবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার

বিশ্ব মহামারী করোনা এবং সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছর হজে যাওয়া বন্ধ ছিল। এবারও হজযাত্রী পরিবহণ বন্ধ থাকবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। সেবা প্রদানকারী সব সংস্থার জায়গা সংকুলান হয় না, তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

আরো খবর জানতে পড়ুন…….

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চার্চ/গির্জা, কবরস্থান, উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানকে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান দেওয়া সম্পন্ন হয়েছে।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment