বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

প্রতিবেদক
বাংলা সার্কুলার
জানুয়ারি ১৯, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

 সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের নিজস্ব ওয়েব সাইটে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সৈনিক পদে চাকুরি, বাংলাদেশ সেনাবাহিনী

বিশ্বের সেরা শান্তি বাহিনী হিসেবে খ্যাত বাংলাদেশ সেনাবাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ সদস্যগণ দেশের প্রতিরক্ষা বিভাগে সদা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশের দূর্যোগ মুহুর্তে এ বাহিনীর সুনাম মেলা ভারী।  

সরকারি ও বেসরকারি সকল নিয়োগ সার্কুলার ….

ট্রেড-২ এর পেশা সমূহঃ

কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডেজ)।

ট্রেড-২ এর বিশেষ পেশা সমূহের যোগ্যতাঃ

১) কুক পেশার জন্য উন্নতমানের রান্নায় দক্ষতা থাকতে হবে।

২) ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) পদের জন্য আগ্রহী প্রার্থীদের বুট মেরামত/সেলাইয়ে পারদর্শী হতে হবে।

৩) ব্যান্ডসম্যান (বাদক) পদে প্রার্থীদের ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রোম, ব্রাশ ব্যান্ড (বিবি) ক্ল্যারিনেট, পাইপ ব্যান্ড (পিবি) ও ব্রাশ ব্যান্ড ট্রামপেটে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে।

৪) কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫) টেইলার পদে প্রার্থীদের সেলাইয়ের উপর নুন্যতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে।

৬) পেইন্টার/পেইন্টার ডেকোরেটর (পিজি) পদে আগ্রহীদের  পেইন্টিং কাজে দক্ষতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।  ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), পেইন্টার ডেকোরেটর (পিডি) পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থাকতে হবে।

বয়সঃ ০৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ১৭ থেকে ২০ বছর।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম):

  • পুরুষ প্রার্থীর উচ্চতাঃ কমপক্ষে ৫ফুট ৬ইঞ্চি
  • বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্যঃ ৫ফুট ৪ ইঞ্চি
  • ওজনঃ কমপক্ষে ৪৯.৯০ কেজি
  • বুকের মাপঃ স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি
  • নারী প্রার্থীর উচ্চতাঃ কমপক্ষে ৫ফুট ৩ ইঞ্চি
  • বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্যঃ ৫ফুট ১ ইঞ্চি
  • ওজনঃ কমপক্ষে ৪৭ কেজি
  • বুকের মাপঃ স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
  • পুরুষ ও নারী উভয়ের সাঁতার জানা থাকতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলীঃ

  •  ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নবর্ণিত বিজ্ঞপ্তি ভাল করে পড়ুন এবং এসএমএস এ তথ্য প্রেরণ করুন।
  •  
  • এসএমএস কেনার পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে।  উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।  আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ Pixel  দৈর্ঘ্য প্রস্থ  রঙিন ছবি আপলোড করতে হবে। 

ভর্তির সময় সঙ্গে যা আনতে হবেঃ

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/ মার্কশিট,  পটি হলে সত্যায়িত হতে হবে,  তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা এবং জন্মতারিখ সম্বলিত মূল প্রশংসা পত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
  • টেকনিকেল প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূল কপি
  • অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
  • নিয়ে জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ( যদি থাকে)
  • পিতা ও মাতা  এর জাতীয় পরিচয় পত্র  সত্যায়িত ফটোকপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি এবং স্টাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি
  • সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক ( সাঁতারের নির্ধারিত দিনে)

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারী ২০২২ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের সময়সীমা ০৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্য্ন্ত

এ সময় সীমার মধ্যে অনলাইনে এ বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট https://www.army.mil.bd/ এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

সর্বশেষ - বিদেশে চাকুরি

আপনার জন্য নির্বাচিত
Aakash Development Ltd Job Circular

নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ইংরেজী গ্রামার: ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি Degree এর সহজ ব্যবহার

ঢাকা জেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি

Mymensingh PBS job circular 2024 । ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি

SSC 2022 Assignment 8th week

লক্ষীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ২৮ টি পদে সরকারি চাকুরি

bmet job circular 2021,

BSMRMU সরকারি নিয়োগ সার্কুলার ২০২১

ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানী নিয়োগ ২০২১

শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃ ক (ভোকেশনাল) ১৯৩টি শূন্য পদে শিক্ষক নিয়োগ

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান ভিত্তিক পরীক্ষার ফলাফল

প্রতিষ্ঠান ভিত্তিক এসএসসি ও দাখিল ফলাফল সবার আগে দেখুন

সরকারি নিয়োগ সার্কুলার

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২