রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

বিদেশে চাকরি প্রত্যাশিদের জন্য করণীয়

প্রতিবেদক
বাংলা সার্কুলার
এপ্রিল ২৪, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
বিদেশে চাকরির খবর

বিদেশে কিভাবে চাকরি পাওয়া যাবে?

আপনি কি দেশের বাহিরের কোথাও চাকুরি করার রঙ্গীন স্বপ্ন দেখছেন? আপনার সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত করছেন নিজেকে? দেশের বাহিরে চাকরি পাওয়ার জন্য দেশের নামী দামী বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে উন্নত জীবন যাপনের জন্য ভালো একটি চাকরির আশা নিয়ে বের হয়।

কিন্তু নিজের যোগ্যতা ও সামথ্য থাকা সত্বেও যখন দেশে চাকরির সংকট, সে কারণে চাকরি প্রত্যাশীরা এখন বিকল্প পথ নিতে বাধ্য হয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের আশায় বিদেশে চাকরি লাভের প্রত্যাশায় দিনরাত চেষ্টা চালিয়ে যেতে হবে।

প্রফেশনাল অভিজ্ঞতাঃ

জবন মানেই সংগ্রাম আর সেই সংগ্রামের মধ্যেই মানুষ উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখে। বিদেশের উচ্চাভিলাসী লাইফস্টাইল যোগ্যতা সম্পন্ন যুবকদের বিদেশে চাকরি গ্রহণে উৎসাহিত করে তুলে। বিদেশে একই সাথে ব্যক্তিগত উপলব্ধি এবং প্রফেশনাল অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়া যায় বিধায় মানুষ এখন বিদেশে চাকরির জন্য নানহ রকম চেষ্টা করে যাচ্ছে।

বিদেশে চাকরি পাওয়ার নানান উপায়

ভিন্ন দেশের অভিন্ন সংস্কৃতিতে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে একই কর্মক্ষেত্রে ভিন্ন একটি পরিবেশে কাজ করার অভিজ্ঞতা শুধুমাত্র বিদেশে চাকরি করলেই সেই অভিজ্ঞতা ও সুবিধা পাওয়া যায়।

তাই আজকের আর্টিকেলটি দেশের বাহিরে চাকরি গ্রহণের সুবিধা এবং সেই সাথে চাকরি পাওয়ার কিছু টিপস ও দিক নির্দেশনা নিয়ে ১ম পর্ব সাজানো হয়েছে। এর বাকী অংশ ২য় পর্বে সাজানো হয়েছে। আশা করি যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এ নির্দেশনাটি অনেক উপকারী হতে পারে।

বিদেশে চাকরি পেতে কি কি জানা প্রয়োজন?

নিজ দেশে একটি চাকরি পেতে যে পরিমান শ্রম ও মেধা দিয়েও চাকরি পাচ্ছেনা, বিদেশে চাকরি পেতে তার চাইতে অনেক বেশিগুন মেধা ও শ্রম করার প্রতিজ্ঞা থাকতে হবে। দেশে চাকরির ক্ষেত্রে যে কোন বাধা বিপত্তি পার করা যেভাবে সম্ভব সে ক্ষেত্রে বিদেশে চাকরির জন্য আপনার অতিরিক্ত মেধা ও কর্মদক্ষতা থাকতে হবে।

বিদেশে চাকরি অর্জনেঃ

  • যতটুকু সম্ভব কয়েকটি দেশের ভাষা জানা।
  • বিশেষ করে ইংরেজীতে পারদর্শী হতে হবে।
  • নিজের ডিজিটাল পার্সপোর্ট তৈরী করে রাখতে হবে।
  • আপনার যোগ্যতা অনুসারে অনলাইন জব সাইটে চাকরি খোজ করতে হবে।
  • ভিসা এবং ওয়ার্ক পারমিট পারমিশন নিতে হবে।
  • ইন্টারভিউ সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে হবে।
  • সময় ও কাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে।
  • দেশটির অর্থনীতি, সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে।

বিদেশে চাকরির কিছু ওয়েব সাইট লিংকঃ

indeed.com

jooble.org

careerbuilder.com

বিদেশে চাকরির জন্য নিচের অংশগুলো দেখুনঃ

  • আপনি কি ধরনের চাকরি খুঁজছেন সে সম্পর্কে পুরো ধারণা রাখা অতীব জুরুরী
  • কোন দেশে যেতে চান সে সম্পর্কে নিশ্চিত করুন।
  • আপনার নিজের পছন্দমত কর্মক্ষেত্র বাছাই করুন।
  • ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রস্তুত থাকুন।
  • নিজের সকল যোগ্যতা উল্লেখ পূর্বক একখানা সিভি আপডেট করে রাখুন।
  • বিভিন্ন অনলাইন জব পোর্টালে নিজের প্রেফাইল তৈরী রাখুন।
  • সময়মত চাকুরির জন্য অনলাইনে আবেদন করুন।

বিদেশে চাকরি করেল কি সুবিধাঃ

বিদেশে শ্রমের মূল্য অধিক। নিজ দেশে শ্রম ও মেধার মূল্যায়ন নেই বিধায় আপনার প্রফেশনার কর্মজীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। আপনার স্বপ্ন ও আকর্ষনীয় ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে তৈরী করতে পারলে জীবন হবে উদ্দীপ্ত সুখময়।

স্বপ্ন পূরণঃ

বার বার বৃথা গেলেও হতাশ হওয়া চলবে না। বিদেশে চাকুরি অর্জনের পথটা মোটেও সহজ নয়। চেষ্টা ও অব্যাহত মেধা ও পরিশ্রম করলেই সাফল্য আপনার হাতের মুঠোয় একদিন আসবেই।

সর্বশেষ - বিদেশে চাকুরি