TOP JOBS জাতীয় সংবাদ সরকারি চাকুরি

বিএসটিআই এর ১৬টি শূন্য পদে ৯০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

বিভিন্ন ক্যাটাগরির ১৬ টি পদে সর্বমোট ৯০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি গত ৩১/০৫/২০২১ খ্রিঃ তারিখে তাদের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

সরকারী সকল নিয়োগ

বিভিন্ন ক্যাটাগরির ১৬ টি পদে সর্বমোট ৯০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তির মূল কিছু পয়েন্ট আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো।

পদের নামপদের সংখ্যাবেতন স্কেলগ্রেড
ডকুমেন্ট কন্ট্রোল অফিসার01২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
ইন্টারনাল অডিট অফিসার02২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
সহকারী পরিচালক (হিসাব ও আভ্যন্তরীণ নিরীক্ষা)01২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (রসায়ন)16২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (পুরকৌশল, পদার্থ)06২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স)04২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (টেক্সটাইল)03২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (মেট্রোলজি)02২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (মান), কৃষি ও খাদ্য01২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (মান), রসায়ন01২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (মান), ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরী02২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরীক্ষক (মান), পুরকৌশল ও যন্ত্রকৌশল02২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস)20২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
পরিদর্শক (মেট্রোলজি)25২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড নং-09
সহকারী আইন কর্মকর্তা প্রশাসন উইং01১২,৫০০-৩০,২৩০ টাকাগ্রেড নং-11
অফিস সহায়ক03৮,২৫০-২০,০১০ টাকা।গ্রেড নং-20

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে bsti.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৬ জুন ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৫ জুলাই ২০২১ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের সাথে ৩০০×৩০০পিক্সেল সাইজের ছবি ও ৩০০×৮০পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

বিস্তারিত জানতে http://www.bsti.gov.bd সাইট ভিজিট করুন

সকল খবর ও বিজ্ঞপ্তি দেখুণ:

সম্পুর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন:

সূত্রঃ বাংলা সার্কুলার.কম

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment