সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ব্যুরো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ জেলায় গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে “মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি” বাস্তবায়নে কাজ করছে।
প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদানসহ টেলিমেডিসিন সেবা প্রদানের উদ্দেশ্যে প্রকল্পভূক্ত জেলা সমুহের বিভিন্ন শাখায় এবং আঞ্চলিক কার্যালয়ে নিম্নোক্ত পদসমূহে জরুরীভিত্তিতে লোক নিয়োগ করা হবে।
কর্মস্থল: টাঙ্গাইল জেলায় বুরো বাংলাদেশের যে কোনো শাখা কার্যালয়ে অবস্থিত কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার
পদ, বেতন, যোগ্যতা ও অভজ্ঞতার বিস্তারিত
পদের নাম | পদের সংখ্যা | বেতন | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
মেডিকেল এসিসটেন্ট | ০৩টি | ১৫০০০/- টাকা কোম্পানীর অন্যান্য সুবিধা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। | সরকারি/বেসরকারি (MATS) থেকে Diploma in Medical Faculty (DMF) সনদধারী এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত। অভিজ্ঞতা: ২-৩ বছরৈর |
হেল সুপারভাইজার | ০৭টি | ১৫০০০/- টাকা কোম্পানীর অন্যান্য সুবিধা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। | সরকারি/বেসরকারি (MATS) থেকে Diploma in Medical Faculty (DMF) সনদধারী এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত। অভিজ্ঞতা: ২-৩ বছরৈর |
হেলথ ট্রেইনার | ০৬টি | ৪০০০০/- টাকা কোম্পানীর অন্যান্য সুবিধা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। | সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সনদধারী। ৩-৫ বছরের অভিজ্ঞতা |
প্রয়োজনীয় তথ্যাবলীঃ
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর
- স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা
- টেলিমেডিসিন সেবা, রোগী ব্যবস্থাপনা, রোগ নির্ণয় ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে
- প্রত্যন্ত এলাকায় অবস্থান করে কাজ করতে হবে
- টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে
- অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বাস্তব অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই
আবেদন শুরুর তারিখ: ০৯ জুন ২০২১
আবেদনের শেষ তারিখ ২৪ জুন ২০২১
আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারীর জীবন বৃত্তান্ত পদের নাম উল্লেখ পূর্বক job@burobd.org মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হল।