শিক্ষক কর্মচারী নিয়োগ

মিরপুর সাইন্স কলেজ প্রভাষক সহ বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২১

মিরপুর সাইন্স কলেজ, মিরপুর-১০, ঢাকা এর নিম্নোক্ত পদ সমূহে নিজস্ব অর্থায়নে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে  তারা একই জায়গায় সকল নিয়োগ  সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে।

সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখতে পেজের সাথে থাকুন…..

 বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিয়োগ সার্কুলারের মধ্যে মিরপুর সাইন্স কলেজ নিয়োগ সার্কুলার অন্যতম। মিরপুর সাইন্স কলেজ প্রকাশিত বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।

মিরপুর সাইন্স কলেজ নিয়োগ

পদের নাম, বিষয় ও সংখ্যা

১। পদের নামঃ প্রভাষক

  • শূন্য পদঃ ০৭টি (প্রতি বিষয়ে ১ জন করে)
  • বিষয় সমূহঃ পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, বাংলা, ইংরেজী, উচ্চতর গণিত, আইসিটি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম ২য় শ্রেণির স্নাতকোত্তর /সমমান ডিগ্রী থাকতে হবে।
  • বেতন ভাতাঃ পে-কোড-০৯,
  • বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/- টাকা
  • অন্যান্য ভাতাঃ বাড়ী ভাড়া ৫৫%, চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা, উৎসব ভাতা, নগর ভাতা, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পদেয়।
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।

২। পদের নামঃ প্রদর্শক (ডেমোনেস্টটর)

  • শূন্য পদঃ ০৩টি (প্রতি বিষয়ে ১ জন করে)
  • বিষয় সমূহঃ পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম ২য় শ্রেণির স্নাতকোত্তর /সমমান ডিগ্রী থাকতে হবে।
  • বেতন ভাতাঃ পে-কোড-১০,
  • বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০- টাকা
  • অন্যান্য ভাতাঃ বাড়ী ভাড়া ৫৫%, চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা, উৎসব ভাতা, নগর ভাতা, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পদেয়।
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।

নিয়োগ পরীক্ষাঃ

  • প্রভাষক পদে ১৭ ডিসেম্বর ২০২১ইং
  • প্রদর্শক পদে ২৪ ডিসেম্বর ২০২১ ইং
  • সময়ঃ সকাল ১০:০০ ঘটিকা মিরপুর সাইন্স কলেজ

শর্ত সমূহঃ

  • প্রার্থীদের উল্লেখিত পদে পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • খামের উপর আবেদনকারীর পদ উল্লেখ করতে হবে
  • প্রতিটি পদের জন্য অফেরতযোগ্য ৫০০টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

বিস্তারিত জানার জন্য মিরপুর সাইন্স কলেজ এর নিজস্ব ওয়েব সাইট লিংক www.mscollege.edu.bd তে ভিজিট করুন।

মিরপুর সাইন্স কলেজ

সংগৃহীত

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment