বেসরকারি চাকুরি

মেঘনা গ্রুপে ৮ম শ্রেণি পাশে চাকুরি

Eskayef Pharmaceuticals job circular এসকে+এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Meghna Group job circular ২০২১

walk-in-interview

দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সুপার রিফাইনারি লিমিটেড এর আওতাধীন ফ্যাক্টরিতে নিম্নবর্ণিত পদ সমূহে জরুরী ভিত্তিতে দক্ষ এবং অভিজ্ঞ লোক নিয়োগ দেয়া হবে।

সপ্তাহের সেরা চাকুরি

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।

চাকরি চাই, চাকরির তথ্য, বেসরকারী চাকুরি, জব সার্কুলার ২০২১, private job circular 2021, daily job circular 2021, দৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি, সাপ্তাহিক চাকরির পত্রিকা, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর দেখতে আমাদের সাথে থাকুন।

টারবাইন অপারেটর:

  • ব্যাক প্রেসার টারবাইন অপারেশন ও মেইনটেন্যান্স কাজের ন্যূনতম ১০-১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন

সিনিয়র ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান:

  • পাওয়ার প্লান্টে ইলেকট্রিশিয়ান পদে 5-6 বছর এবং এসি ইলেকট্রিশিয়ান পদে 2-3 বছরের অভিজ্ঞতাসম্পন্ন

ওয়াটার ট্রিটমেন্ট/ডিমিনারালাইজড প্লান্ট সিনিয়র অপারেটর/অপারেটর:

  • ওয়াটার ট্রিটমেন্ট/ডিমিনারালাইজড প্লান্টে ৫-৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন

বয়লার অপারেটর:

  • বয়লার অপারেটর হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ নূন্যতম দ্বিতীয় শ্রেণীর লাইসেন্সধারী হতে হবে, তবে প্রথম শ্রেণীর লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  • সকল পদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস

সাক্ষাৎকারের সময়:

  • সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকায়
  • সরাসরি সাক্ষাৎকার

আবেদনের পদ্ধতি

  • অভিজ্ঞ এবং আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত
  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি

সরাসরি ওয়াক ইন ইন্তেরভিউ

  • মেঘনা সুপার রিফাইনারি লিঃ
  • ফ্যাক্টরি কমপ্লেক্স
  • মেঘনাঘাট, সোনারগাও, নারায়ণগঞ্জ
  • উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে

মেঘনা গ্রুপ নিয়োগ সার্কুলার

সূত্র: দৈনিক প্রথম আলো

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment