বেসরকারি কোম্পানীতে নিয়োগ
আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকি বিড়ি ফ্যাক্টরিতে বিভিন্ন পদে ২১৭জনকে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।
বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আকিজ বিড়ি ফ্যাক্টরিতে চাকরি
১। পদের নামঃ ব্যবস্থাপক (হিসাব)
- শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতকোত্তর এবং সিএ (সিসি)
- অভিজ্ঞতাঃ সর্বোচ্চ দুইটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনঃ ৬০,০০০-৭০,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩৩ থেকে ৪০ বছর
- কর্মস্থলঃ ঢাকা
আরও চাকুরির খবর দেখতে পেজে থাকুন….
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
২। পদের নামঃ মানব সম্পদ কর্মকর্তা
- শিক্ষাগত যোগ্যতাঃ
- অভিজ্ঞতাঃ লোকপ্রশাসন/ইংরেজি/ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর
- বেতনঃ শিক্ষানবিশকাল ৩৫,০০০/- শিক্ষানবিশকাল শেষে ৪৫,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
- কর্মস্থলঃ ঢাকা
৩। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (হিসাব)
- পদের সংখ্যাঃ ৩৫ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর
- অভিজ্ঞতাঃ অভিজ্ঞতা সর্বোচ্চ দুটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনঃ ৩৫,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩১ থেকে ৩৬ বছর
- কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
৪। পদের নামঃ ক্রয় কর্মকর্তা
- শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতাঃ কোন বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে সংক্রান্ত কাজে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
- বেতনঃ ২৫,০০০-৩০,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
- কর্মস্থলঃ ঢাকা
৫। পদের নামঃ পারচেজ অফিসার (লীফ)
- পদের সংখ্যাঃ ১৫ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর
- অভিজ্ঞতাঃ মোটরসাইকেল ও কম্পিউটার চালাতে পারদর্শী হতে হবে।
- বেতনঃ ২৩,০০০-২৫,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩০ থেকে ৩৭ বছর
- কর্মস্থলঃ রংপুর
৬। পদের নামঃ উৎপাদন কর্মকর্তা
- পদের সংখ্যাঃ ২০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতাঃ উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে।
- বেতনঃ ২০,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ২৮ থেকে ৩৩ বছর
- কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
৭। পদের নামঃ হিসাব রক্ষক
- শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিষয়ে স্নাতক
- বেতনঃ ১৫,০০০-২০,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
- কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
৮। পদের নামঃ গোডাউন কিপার
- পদের সংখ্যাঃ ১১ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিষয়ে স্নাতক
- অভিজ্ঞতাঃ হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালাতে পারদর্শী হতে হবে গোডাউন/স্টোর এর হিসাব সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনঃ ২০,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
- কর্মস্থলঃ রংপুর
৯। পদের নামঃ সাইট ইঞ্জিনিয়ার
- শিক্ষাগত যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
- অভিজ্ঞতাঃ কমপক্ষে 10 বছর কাজ করার এবং কাজের নকশা পরিমাণ ও বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে
- বেতনঃ ২৮,০০০-৩৩,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
- কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন স্থান
১০। পদের নামঃ নির্মাণ সুপারভাইজার
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস
- অভিজ্ঞতাঃ নির্মাণ শ্রমিক পরিচালনা ও নির্মাণ কাজ তত্ত্বাবধানের কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে
- বেতনঃ ২০,০০০-২৫,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩৮ বছর
- কর্মস্থলঃ রংপুর
১১। পদের নামঃ শেভ সুপারভাইজার (বিড়ি ফ্যাক্টরি)
- পদের সংখ্যাঃ ১০০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস
- অভিজ্ঞতাঃ নির্মাণ শ্রমিক পরিচালনা ও নির্মাণ কাজ তত্ত্বাবধানের কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে
- উচ্চতাঃ ৫ ফিট ৬ ইঞ্চি
- বেতনঃ ১৫,০০০/-
- বয়সঃ সর্বোচ্চ ২৮-৩০ বছর
- কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
১২। পদের নামঃ শীট লেখক (বিড়ি ফ্যাক্টরি)
- পদের সংখ্যাঃ ৩০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস
- বেতনঃ ১৫,০০০/-
- উচ্চতাঃ ৫ ফিট ৬ ইঞ্চি
- বয়সঃ সর্বোচ্চ ২৫-৩০ বছর
- কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
সুবিধাদিঃ
কোম্পানীর নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ২২ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ও বিস্তারিত জানতে ভিজিট করুন এ www.akijbiri.com/career লিংকে।