Coxbazar Development Authority Circular 2021
২১ অক্টোবর হতে ১১ নভেম্বর পর্য্ন্ত
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, বিএমএ ভবন, কলাতলী রোড, কক্স বাজার কার্যালয়ে ১৬ টি শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
আপডেট সকল নিয়োগ সার্কুলার দেখুন…..
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন করতে পেজের নিচের Apply Now তে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন।
কক্সবাজার জেলা নিয়োগ বিজ্ঞপ্তি
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি নিয়োগ সার্কুলার-২০২১ এ সরকারি চাকুরি পেতে কাংখিত পদের জন্য আবেদন করুন। আপনার যোগ্যতা যাচাই করার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ওয়েব সাইট ভিজিট করতে পারেন www.coxda.gov.bd এবং সকল বিষয় জানতে পারবেন।
সপ্তাহের সেরা চাকুরি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, পরিবার পরিকল্পনা কার্যালয়, কর কমিশন, অর্থমন্ত্রনালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।
Coxda Job Circular, Government job circular
সরকারি চাকরি সার্কুলারের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার অন্যতম। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রকাশিত সরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন কিভাবে করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।
প্রতিষ্ঠানের নাম: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
- কর্মস্থলঃ কলাতলী, কক্সবাজার
- চাকরি শ্রেণিঃ সরকারি চাকরি
- মোট শূন্য পদঃ ১৬টি
১। পদের নামঃ সিস্টেম এনালিস্ট
- শূন্য পদঃ ০১টি
- বেতন গ্রেডঃ ০৬
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অনুন্য ২য় শ্রেণি বা সমমান ডিগ্রী।
- অভিজ্ঞতাঃ কম্পিউটার প্রোগ্রামার/এনালিস্ট/কম্পিউটার অপারেশন পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
- বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
২। পদের নামঃ আইন কর্মকর্তা
- শূন্য পদঃ ০১টি
- বেতন গ্রেডঃ ০৭
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতাঃ আইন পরামর্শক বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা।
- বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
৩। পদের নামঃ সহকারী পরিচালক (এস্টেট)
- শূন্য পদঃ ০১টি
- বেতন গ্রেডঃ ০৯
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান)
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
৩। পদের নামঃ সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)
- শূন্য পদঃ ০১টি
- বেতন গ্রেডঃ ০৯
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান)
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
৫। পদের নামঃ সহকারী প্রকৌশলী
- শূন্য পদঃ সিভিল ০১টি, ইলেকট্রেশিয়ান ০১টি = ২টি
- বেতন গ্রেডঃ ০৯
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল প্রকৌশল বা ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি।
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
৬। পদের নামঃ সহকারী নগর পরিকল্পনাবিদ
- শূন্য পদঃ ০১টি
- বেতন গ্রেডঃ ০৯
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
৭। পদের নামঃ ইমারাত পরিদর্শক
- শূন্য পদঃ ২টি
- বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য বা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
৮। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী
- শূন্য পদঃ ১টি
- বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনষ্টিটিউট হতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা।
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
৯। পদের নামঃ পিএ/সেকশন অফিসার (গোপনীয়)
- শূন্য পদঃ ১টি
- বেতন গ্রেডঃ ১৪
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
১০। পদের নামঃ সার্ভেয়ার
- শূন্য পদঃ ১টি
- বেতন গ্রেডঃ ১৫
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ, দুই বছর মেয়াদী সার্ভে জরিপ কোর্স সার্টিফিকেট
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
১১। পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- শূন্য পদঃ ৪টি
- বেতন গ্রেডঃ ১৬
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ, কম্পিউটার পরিচালনায় দক্ষ, বাংলা ৩০, ইংরেজী ৩৫ শব্দ প্রতি মিনিটে গতি থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
অন্যান্য শর্তঃ
- নিয়োগ বিধি অনুযায়ী সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনে কোন প্রকার অসত্য তথ্য বা কোন কিছু গোপন করলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
- লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদন প্রক্রিয়াঃ
- অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করতে নিচের Apply Now তে ক্লিক করে সরাসরি আবেদন করুন।
- আবেদন সময় সদ্য তোলা রঙ্গিন ছবি ২ কপি ৩০০× ৩০০ পিক্সেল ও
- স্বাক্ষর ৩০০× ৮০ পিক্সেল সাইজের প্রদান করতে হবে।
- আবেদন শেষে ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিম হতে ১৬২২২ তে ১ হতে ৬নং পদের জন্য ৮৯৬ টাকা ৭ হতে ১১নং পদের জন্য ৪৪৮/-টাকা পাঠিয়ে আবেদন কনফার্ম করতে হবে।
- ৭২ ঘন্টার মধ্যে টাকা কনফার্ম না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সার্কুলার অনলাইনে সরাসরি আবেদন করতে Apply Now তে ক্লিক করুন