Private College School Job Circular
কেএফটি কলেজিয়েট স্কুল, চাঁদপুর বিষয় ভিত্তিক শূন্য পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।
আগ্রহী প্রার্থীগণ কেএফটি কলেজিয়েট স্কুলনিয়োগ সম্পর্কে বিস্তারিত নিম্নে ইমেজ আকারে বিজ্ঞপ্তিটি ভাল করে দেখুন ও আবেদন করুন।
সকল নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে দেখুন….
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ সার্কুলার, শিক্ষক নিয়োগ, প্রভাষক নিয়োগ, বেসরকারি চাকুরি
দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে তারা একই জায়গায় সকল নিয়োগ সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে।
সপ্তাহের সেরা চাকুরি
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।
school college job circular, college circular, private job circular
বেসরকারি চাকরি সার্কুলারের মধ্যে ঢাকা কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ সার্কুলার অন্যতম। কেএফটি কলেজিয়েট স্কুল প্রকাশিত বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।
প্রতিষ্ঠানের নাম: কেএফটি কলেজিয়েট স্কুল
- কর্মস্থলঃ মতলব দক্ষিণ, চাঁদপুর।
- চাকরি শ্রেণিঃ বেসরকারি চাকরি
পদের নামঃ উপাধ্যক্ষ
- শূন্যপদঃ পুরুষ ১ জন, মহিলা ১ জন
পদের নামঃ প্রভাষক
শূন্যপদঃ
- বাংলা-৬টি
- ইংরেজী- ৬টি
- অংক-৪টি
- বিজ্ঞান-২টি
- বিজিএসটি-২টি
- ইংরেজী ভাষা- ২টি
- আইসিটি- ২টি
- ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা-২টি
- ফিজিক্যাল এডুকেশন- ২টি
- কালচারাল ১-টি
- আর্টস এন্ড ক্রাফটস ১-টি
পদের নামঃ কম্পিউটার ইঞ্জিনিয়ার
- শূন্যপদঃ ২টি
পদের নামঃ হিসাব রক্ষক
- শূন্যপদঃ ১টি
পদের নামঃ করণিক ও মুদ্রাক্ষরিক
- শূন্যপদঃ ৫টি
পদের নামঃ কেয়ারটেকার
- শূন্যপদঃ ১টি
পদের নামঃ ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার
- শূন্যপদঃ ১টি
পদের নামঃ সাব ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার
- শূন্যপদঃ ১টি
পদের নামঃ দপ্তরী এমএলএসএস
- শূন্যপদঃ ৪টি
পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী
- শূন্যপদঃ ৩টি
পদের নামঃ বাবুর্চি
- শূন্যপদঃ ১টি
পদের নামঃ মালি
- শূন্যপদঃ ২টি
পদের নামঃ গার্ড
- শূন্যপদঃ ৬টি
পদের নামঃ গাড়ী মেকানিক
- শূন্যপদঃ ১টি
নিয়োগ তথ্যঃ
- আবেদনের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২১ ইং
- সকল পদে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত
- আবেদন পত্র ও জীবন বৃত্তান্ত অধ্যক্ষ বরাবর লিখতে হবে
- ডাকযোগে সকল কাগজপত্র পাঠাতে হবে
- আবেদনপত্রে ইমেইল ঠিকানা বাধ্যতামূলক লিখতে হবে
- পাসপোট সাইজের ২ কপি ছবি
- লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ ই-মেইল অথবা মোবাইলে জানানো হবে।
আবেদনের ঠিকানাঃ
অধ্যক্ষ, কেএফটি কলেজিয়েট স্কুল, প্লাম্বার্স টাওয়ার, (১২ তলা)
১৩/এ, সি.আর.দত্ত রোড (সোনারগাঁও রোড)
বাংলামোটর, ঢাকা-১০০০।