সরকারি চাকুরি

পাওয়ার গ্রীড কোম্পানী ৬ পদে ২৫০ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

পাওয়ার গ্রীড কোম্পানী ৬ পদে ২৫০ জনবল নিয়োগ

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন সময় সীমা ০৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২১ পর্য্ন্ত

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড দেশব্যপী বিদ্যুত গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি।

নিম্নোক্ত পদ সমূহ পূররণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি, পাওয়ার গ্রীড কোম্পানী নিয়োগ, সরকারি নিয়োগ সার্কুলার

 ০৬টি পদেমোট ২৫০ জননিয়োগ দেয়া হবে। পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েব সাইট  www.pgcb.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 

আগ্রহী প্রার্থীগণ ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ এর মধ্যে আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

০১। পদের নামঃ জুনিয়র হিসাব সহকারী

  • শূন্য পদের সংখ্যাঃ ০৯
  • বেতন গ্রেড-১১,  স্কেল-২৩০০০/-
  • শিক্ষাগতযোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ঠ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স) সমমান ডিগ্রী (বাণিজ্য)
  • অভিজ্ঞতাঃ কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ বাংলায় ৩০ ও ইংরেজীতে ৪০ ওয়ার্ড মিনিটে টাইপিং দক্ষতা থাকতে হবে।

০২। পদের নামঃ জুনিয়র ব্যক্তিগত সচিব

  • শূন্য পদের সংখ্যাঃ ১৫
  • বেতন গ্রেড-১১,  স্কেল-২৩০০০/-
  • শিক্ষাগতযোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ঠ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স) সমমান ডিগ্রী (বাণিজ্য)
  • অভিজ্ঞতাঃ কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ বাংলায় ৩০ ও ইংরেজীতে ৪০ ওয়ার্ড মিনিটে টাইপিং দক্ষতা থাকতে হবে।

০৩। পদের নামঃ জুনিয়র ভান্ডার রক্ষক

  • শূন্য পদের সংখ্যাঃ ০৩
  • বেতন গ্রেড-১১,  স্কেল-২৩০০০/-
  • শিক্ষাগতযোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ঠ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স) সমমান ডিগ্রী (বাণিজ্য)
  • অভিজ্ঞতাঃ কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ বাংলায় ৩০ ও ইংরেজীতে ৪০ ওয়ার্ড মিনিটে টাইপিং দক্ষতা থাকতে হবে।

০৪। পদের নামঃ জুনিয়র নিরাপত্তা পরিদর্শক

  • শূন্য পদের সংখ্যাঃ ১১
  • বেতন গ্রেড-১১,  স্কেল-২৩০০০/-
  • শিক্ষাগতযোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ঠ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স) সমমান ডিগ্রী (বাণিজ্য)
  • অভিজ্ঞতাঃ কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ বাংলায় ৩০ ও ইংরেজীতে ৪০ ওয়ার্ড মিনিটে টাইপিং দক্ষতা থাকতে হবে।

০৫। পদের নামঃ কারিগরি সহায়ক

  • শূন্য পদের সংখ্যাঃ ২০০
  • বেতন গ্রেড-১৫,  স্কেল-১৪৫০০/-
  • শিক্ষাগতযোগ্যতাঃ কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটিন্যান্স ওয়ার্কস/ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি/ প্লাম্বিং ও পাইপ ফিটিংস এ কমপক্ষে ২য় বিভাগে উত্তীর্ণ।
  • অভিজ্ঞতাঃ প্রার্থীকে অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

০৬। পদের নামঃ অফিস সহায়ক

  • শূন্য পদের সংখ্যাঃ ০৮
  • বেতন গ্রেড-১৫,  স্কেল-১৪৫০০/-
  • শিক্ষাগতযোগ্যতাঃ কমপক্ষে ২য় বিভাগে এসএসসি উত্তীর্ণ।

আবেদন প্রক্রিয়াঃ

  • অনলাইনে আবেদন ফরমে নির্ধারিত ফরমে (৩০০´৩০০ Pixel) ছবি (৩০০´৮০ Pixel) স্বাক্ষর স্ক্যান করে তা সংযোজন করতে হবে।
  • বর্ণিত পদ সমূহে আবেদন করতে ৫০০/- টাকা টেলিটক বাংলাদেশ লিঃ এর যে কোন মোবাইল সংযোগ হতে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

বিস্তারিত জানার জন্য ও প্রয়োজনীয় নির্দেশাবলী দেখতে  এ লিংক http://pgcb.teletalk.com.bd  ভিজিট করুন।

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ নিয়োগ সার্কুলার

About the author

বাংলা সার্কুলার

Leave a Comment