বুধবার , ২ জুন ২০২১ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

শিক্ষার্থীদের ইউনিক আইডির গুরুত্ব

প্রতিবেদক
বাংলা সার্কুলার
জুন ২, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
ইউনিকট আইডি কি?

বাংলাদেশ সরকার ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণি পর্য্ন্ত সকল শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি করতে ইতিমধ্যে শিক্ষার্থীদের নিকট একটি তথ্য ফরম প্রদান করেছেন। ফরমটি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পূরণ করতে গিয়ে  নানাহ রকম ঝামেলায় পড়েছেন।

অনেকে প্রশ্ন করেন ইউনিক আইডি কি? এটা কি কাজে আসবে? এত বিশাল ফরম আমরা কিভাবে পূরণ করব?

অনেক শিক্ষার্থীর  জন্ম সনদে পিতা ও মাতার নামের সাথে তথ্যগত ভুলভ্রান্তি রয়েছে এগুলোর সমাধান কি হবে? ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার সার্টিফিকেটের সাথেও তথ্যগত ভুল ভ্রান্তি রয়েছে, অনেকে তখন চিন্তা না করে যেন তেন ভাবে সামাপনি পরীক্ষায় তথ্য ফরম পূরণ করেছে। বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের কিছু টিপস দিব যাতে সহজভাবে ইউনিক আইডি সম্পর্কে পাঠক বুঝতে পারবে।

তো চলুন দেখি কি কি আছে ইউনিক আইডিতে? ভিডিওটি শেষ অবদি দেখতে থাকুন—

  • একজন নাগরিকের তথ্য প্রক্রিয়াকরণ করে কাঠামো বা ডাটা বেইসে সংরক্ষণ করা
  • এ ডাটা বেইসে শিক্ষার্থীর সকল তথ্য থাকবে
  • এক শ্রেণি হতে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হলে ইউনিক আইডি নাম্বার সফটওয়ারে এন্ট্রি করলেই সকল তথ্য পাওয়া যাবে, নতুন করে কোন তথ্য এন্ট্রি করা লাগবে না।
  • রাষ্ট্রের যে কোন প্রতিষ্ঠান ইউনিক আইডি নম্বর চেক করলেই সকল তথ্য সম্মুখে চলে আসবে।
  • এ ইউনিক বা ইউআইডি নম্বরটিই শিক্ষার্থীদের ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রের নম্বর হিসেবে ব্যবহৃত হবে।
  • ইউনিক আইডি হলে একেক জায়গায় একেক রকম ভুল ভ্রান্তি হওয়ার কোন সুযোগ থাকবে না কিংবা তা নকল করেও ব্যবহার করা যাবে না।
  • একজন নাগরিক তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্য্ন্ত আপডেট তথ্য সংযোজন করতে পারবে।
  • শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করলেও সরকার ভবিষ্যতে দেশের সকল নাগরিকদের জন্য এ ব্যবস্থা করবে।
  • নাগরিকতা, শিক্ষা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য সহ সকল পরিসংখ্যান এ ডাটাবেইসে থাকবে।
  • নিজের ও রাষ্ট্রের প্রয়োজনে যে কোন সময় হাতের মুঠোয় সকল তথ্য সংরক্ষিত থাকবে।
  • শিক্ষার্থীর শিক্ষা সমাপ্তির পরেও ব্যক্তিগত আইডি হিসাবে ব্যবহার করবে। যার তথ্য সরকারী ভাবে ইন্টারনেটে সংরক্ষণ থাকবে।
  • ইউআইডি হওয়ার পর অপরাধী অপরাধ করে সহজে পার পেতে পারবে না।
  • ইউনিক আইডি উন্নত বিশ্বে অনেক আগ থেকেই ব্যবহারের ফলে সেখানে সামাজিক শৃঙ্খলা সবসময় অব্যাহত রয়েছে।
  • ফলে অনেক সাবধানতা অবলম্বন করে ইউনিক আইডি ফরমটি পূরণ করে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকের নিকট যাচাই পূর্বক জমা দান করতে হবে।
  • মনে রাখতে হবে সরকার এটাকে অনেক গুরুত্বসহকারে দেখছে।

আরো খবর দেখতে চোখ রাখুন……

সর্বশেষ - বিদেশে চাকুরি