স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২১
শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রূপগঞ্জ, নারায়গঞ্জ এর নিম্নোক্ত পদ সমূহে নিজস্ব অর্থায়নে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে তারা একই জায়গায় সকল নিয়োগ সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে।
সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখতে পেজের সাথে থাকুন…..
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ
বর্ডারগার্ড বাংলাদেশ, জেলা কার্যালয়, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।
বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষক নিয়োগ সার্কুলারের মধ্যে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ সার্কুলার অন্যতম। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রকাশিত বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।
শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
পদের নাম, বিষয় ও সংখ্যা
১। সহকারী শিক্ষক ও শূন্য পদঃ
- বাংলা-০৫জন,
- ইংরেজী-০৪ জন
- সাধারণ গণিত-০৪ জন
- বাংলাদেশ ও বিশ্ব-০৩জন
- সাধারণ বিজ্ঞান-০২ জন
- পদার্থ বিজ্ঞান-০১ জন
- রসায়ন বিজ্ঞান-০১ জন
- জীববিজ্ঞান-০১
- উচ্চতর গণিত-০১জন
- আইসিটি-০১জন
- হিসাব বিজ্ঞান-০১ জন
- ফিন্যান্স ব্যাংকিং-০১ জন
- ব্যবসায় উদ্যোগ-০১ জন
- ইসলাম শিক্ষা-০৩ জন
- কৃষি শিক্ষা-০১ জন
- গার্হস্থ্য বিজ্ঞঅন-০১ জন
- শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য-০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রী/সমমান ও বিএড ডিগ্রী।
- বেতন স্কেলঃ ১০তম গ্রেড (বিএডসহ) ১১তম গ্রেড (বিএড ছাড়া)
২। জুনিয়র শিক্ষক-০৭ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
- বেতন কোড-১২
৩। অফিস সুপার-০১ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/এইচএসসি/ এসএসসি
- বেতন কোড-১০
৪। একাউন্টস সুপার-০১জন
- সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেসিও ক্লার্ক
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/এইচএসসি/ এসএসসি
- কম্পিউটার চালনায় দক্ষ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন কোড-১০
৫। আইটি ইনচার্জ-০১জন
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি স্নাতক
- বেতন কোড-১০
৬। সহকারী লাইব্রেরীয়ান-০১জন
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রী।
- বেতন কোড-১২
৭। হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-০১জন
- এইচএসসি পাশ
- বেতন কোড-১৩
৮। কম্পিউটার টেকনিশিয়ান-০১জন
- এইচএসসি /সমমানসহ সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে নুন্যতম ৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা।
- বেতন কোড-১৩
৯। ইলেকট্রিশিয়ান-০১জন
- এসএসসি/সমমান পাশ
- সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ০২ বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
- বেতন কোড-১৩
১০। স্টোর কিপার-০১জন
- এইচএসসি/সমমান পাশ
- অবসর প্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
- বেতন কোড-১৪
১১। ড্রাইভার-০২জন
- ৮ম/সমমান পাশ
- ভারী যানবাহন চালাতে দক্ষ ও বৈধ লাইসেন্সধারী হতে হবে।
১২। প্লাম্বার-০১জন
- এসএসসি/সমমান পাশ
- স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে প্লাম্বিং বিষয়ে ট্রেড কোর্স
১৩। পরিচ্ছন্নতা কর্মী-কাম পিয়ন/আয়া/মালি/পাঁচক/ বুক বাইন্ডার-১৭জন
- ৮ম শ্রেণি/সমমান পাশ
অন্যান্য সুবিধা বয়স আবেদন প্রক্রিয়া দায়িত্ব ও কর্তব্য সহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন।
আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ ৫০০ ও ৩৫০ টাকা
বিস্তারিত জানার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ও শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নিজস্ব ওয়েব সাইট লিংক www.srcpsc.edu.bd তে ভিজিট করুন।