শিক্ষক কর্মচারী নিয়োগ

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২১

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল এর নিম্নোক্ত পদ সমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে  তারা একই জায়গায় সকল নিয়োগ  সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে।

সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখতে পেজের সাথে থাকুন…..

 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ

বর্ডারগার্ড বাংলাদেশ, জেলা কার্যালয়, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।

শিক্ষক নিয়োগ, বেসরকারি স্কুল এন্ড কলেজ নিয়োগ, পাবলিক স্কুল এন্ড কলেজ

বেসরকারি শিক্ষক নিয়োগ সার্কুলারের মধ্যে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ সার্কুলার অন্যতম। শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রকাশিত বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

০১। উপাধ্যক্ষ, চুক্তিভিত্তিক-০১ জন

  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক সম্মান, বিএড থাকতে হবে
  • অভিজ্ঞতাঃ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।
  • বেতনঃ আলোচনা সাপেক্ষে।

২। বিষয় ভিত্তিক শিক্ষক ও শূন্য পদঃ

  • বাংলা-০৩জন,
  • ইংরেজী-০৩ জন
  • গণিত-০৩ জন
  • পদার্থ বিজ্ঞান-০১ জন
  • রসায়ন বিজ্ঞান-০১ জন
  • বিজিএস (সমাজ বিজ্ঞান/পৌরনীতি/ইতিহাস) ০১জন
  • ইসলাম ও নৈতিক শিক্ষা-০১ জন
  • হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা-০১ জন
  • মিউজিক-০১ জন

শিক্ষাগত যোগ্যতাঃ

  • সংশ্লিষ্ট বিষয়ে ন্যুনতম ২য় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির  স্নাতকোত্তর সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী। অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার।
  • বেতন স্কেলঃ ১১তম গ্রেড

৩। প্রদর্শক (রাসায়ন/পদার্থ বিজ্ঞান) ০১ জন

৪। প্রদর্শক (উদ্ভিদ / প্রাণিবিদ্যা) ০১ জন

৫। প্রদর্শক (আইসিটি) ০১ জন

  • শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী।
  • বেতন স্কেলঃ ১১তম গ্রেড

৬। অফিস সুপারিনটেডেন্ট (চুক্তিভিত্তিক)-০১ জন

  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী, ৫ বছরের অভিজ্ঞতা

৭। ড্রাইভার-০১ জন

৮। নিম্নমান সহকারী (পুরুষ ও মহিলা)-০২জন

৯। স্টোর কিপার-০১ জন

১০। ল্যাব এটেনডেন্স-০২ জন

১১। কম্পিউটার ল্যাব এ্যাসিসটেন্ট/অপারেটর-০১জন

১২।সহকারী ড্রাইভার-০১ জন

১৩। এমএলএসএস (পুরুষ)-০৫জন

১৪। এমএলএসএস (মহিলা)-০২জন

  • বয়সঃ শিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর, কর্মচারীদের ক্ষেত্রে কমপক্ষে ৩৫ বছর।
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন ফিঃ ৫০০ ও ৩০০ টাকা

বিস্তারিত জানার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ও শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নিজস্ব ওয়েব সাইট লিংক www.shcpsc.edu.bd তে ভিজিট করুন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com-এ ঠিকানায়। আপনার কনটেন্ট আপনার নামে প্রকাশ করা হবে।

About the author

Mohammad Gias Uddin

১ Comment

Leave a Comment