গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় সংবাদ সর্বশেষ

সীমান্তের জেলাগুলোতে যত দ্রুত সম্ভব লকডাউনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

সীমান্তের জেলাগুলোতে যত দ্রুত সম্ভব লকডাউনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পাশ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোতে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক।  এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

কেবিনেট মিটিং থেকে বের হয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চাইনিজ টিকা আসবে মোট দেড় কোটি।  প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা।  এই টিকা প্রথমেই দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এর পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।  

আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও বিজ্ঞপ্তিসমূহ পড়ুন-

রাশিয়ার ভ্যাকসিনের বিষয়েও সরকার সিদ্ধান্ত নিয়েছে।’

জাহিদ মালেক বলেন, কোন কোন জেলায় লকডাউন দেওয়া হবে কেবিনেট ডিভিশন এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে।  তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।

তিনি বলেন, ‘আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিস্ট্রেশন আছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।’

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment