বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি গত ৩১/০৫/২০২১ খ্রিঃ তারিখে তাদের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরির ১৬ টি পদে সর্বমোট ৯০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তির মূল কিছু পয়েন্ট আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো।
পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল | গ্রেড |
ডকুমেন্ট কন্ট্রোল অফিসার | 01 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
ইন্টারনাল অডিট অফিসার | 02 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
সহকারী পরিচালক (হিসাব ও আভ্যন্তরীণ নিরীক্ষা) | 01 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (রসায়ন) | 16 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (পুরকৌশল, পদার্থ) | 06 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স) | 04 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (টেক্সটাইল) | 03 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (মেট্রোলজি) | 02 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (মান), কৃষি ও খাদ্য | 01 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (মান), রসায়ন | 01 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (মান), ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরী | 02 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরীক্ষক (মান), পুরকৌশল ও যন্ত্রকৌশল | 02 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) | 20 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
পরিদর্শক (মেট্রোলজি) | 25 | ২২,০০০-৫৩,০৬০ টাকা | গ্রেড নং-09 |
সহকারী আইন কর্মকর্তা প্রশাসন উইং | 01 | ১২,৫০০-৩০,২৩০ টাকা | গ্রেড নং-11 |
অফিস সহায়ক | 03 | ৮,২৫০-২০,০১০ টাকা। | গ্রেড নং-20 |
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে bsti.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ০৬ জুন ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৫ জুলাই ২০২১ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের সাথে ৩০০×৩০০পিক্সেল সাইজের ছবি ও ৩০০×৮০পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
বিস্তারিত জানতে http://www.bsti.gov.bd সাইট ভিজিট করুন
সকল খবর ও বিজ্ঞপ্তি দেখুণ:
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
সম্পুর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন:
সূত্রঃ বাংলা সার্কুলার.কম