শিক্ষক কর্মচারী নিয়োগ সরকারি চাকুরি

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) নিয়োগ বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) নিয়োগ

প্রভাষক পদে সরকারি নিয়োগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) এর বিভিন্ন বিষয় ভিত্তিক প্রভাষক পদ সমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি সহ নির্ধারিত বেতন স্কেলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বিইউপি নিয়োগ সার্কুলার

আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের  ওয়েবসাইট থেকে থেকে সদ্য প্রকাশিত নিয়োগ  সার্কুলার থেকে তথ্য সংগ্রহ করে থাকি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) কর্তৃপক্ষ এর নিয়োগ তথ্যাবলী সংগ্রহ করেছি। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ, কর্তৃপক্ষের ওয়েবসাইট ও কার্যালয়ের ঠিকানা। প্রকাশিত চাকুরির গুণমান এবং বিজ্ঞপ্তির সহ আমাদের সাইটে প্রকাশ করি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি)

এখানে আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) নিয়োগকৃত পদের সাথে সম্পর্কিত সকল তথ্য পাবেন। কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যও রয়েছে। আপনি যদি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) চাকুরির বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আরও চাকুরির বিজ্ঞপ্তি দেখতে চান তবে আপনি আমাদের বাংলা সার্কুলারের সরকারি ও বেসরকারি চাকরি বিভাগে যেতে পারেন।

পদের নামঃ প্রভাষক

বেতন কোডঃ ০৯

বেতনস্কেল-২২,০০০-৫৩০৬০/-

বিষয় ও মোট পদ সংখ্যা সমূহঃ

  1. ইংরেজী বিভাগ: ০২ জন  
  2. ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট: ০১জন
  3. পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ০১জন
  4. ইকোনমিক্স ০১ জন
  5. ডেভেলপমেন্ট স্টাডিজ ০১ জন
  6. সোশিওলজি ০২ জন
  7. মার্কেটিং ০১ জন
  8. অ্যাকাউন্টিং ০২ জন
  9. ম্যানেজমেন্ট ০২ জন
  10. ফাইন্যান্স ০১ জন
  11. আন্তর্জাতিক সম্পর্ক ০১ জন
  12. আইন ০১ জন
  13. মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ০২ জন
  14. আইসিই/আইসিটি ০২ জন
  15. কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ০২ জন
  16. রসায়ন ০১ জন
  17. উদ্ভিদ বিজ্ঞান ০১ জন

শিক্ষাগত যোগ্যতাঃ

  • শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ঠ বিষয়ে ৪ বছরের সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী।  
  • বয়সঃ  সর্বোচ্চ ৩০ বছর

শর্তাবলী

  • প্রার্থীদের দরখাস্ত সহস্তে পূরণ করিয়া আগামী ০৫ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে ডাকযোগে রেজিস্টার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল,  মিরপুর,  ঢাকা 1219 ঠিকানায় ডাকযোগে পৌঁছাইতে হইবে।
  • শিক্ষক পদের জন্য ফরম নং ১ প্রযোজ্য।  ফরমসমূহ বিইউপির ওয়েবসাইট লিংক এর ফরম হতে ডাউনলোড করে আবেদন করিতে হইবে।
  • রেজিস্টার,  বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস্ (বিইউপি) এর  সোনালী ব্যাংক এর যে কোন শাখা হতে 700 টাকা মূল্যের পে অর্ডার/ অফেরৎযোগ্য আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করিতে হইবে।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৫কপি রঙ্গিন ছবি সংযুক্ত করিতে হইবে।
  • সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট,  মার্কশিট এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হইতে প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিতে হইবে।
  • অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিতে হইবে।
  • জাতীয় পরিচয় পত্র জাতীয়তা সনদপত্র সত্যায়িত কপি সংযুক্ত করিতে হইবে
  • লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হইবে না
  • ০৭ সেট আবেদনপত্র A4  সাইজের খামে দাখিল করিতে হইবে।

আবেদন প্রক্রিয়াঃ

আবেদনের ফরম, নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে বিইউপি এর ওয়েব সাইটে এ লিংকে ক্লিক করুন।

About the author

বাংলা সার্কুলার

Leave a Comment