সীমান্তের অতন্দ্র প্রহরী (বিজিবি)
বর্ডার গার্ড বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে ৯৯তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগের জন্য তাদের নিজস্ব ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশের ৬৪ জেলা থেকে সিপাহী (জিডি) নিয়োগ দেওয়া হবে।
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি, সিপাহী নিয়োগ, বর্ডার গার্ড বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ২৬ মে ২০২২ তারিখ সকাল ১০ ঘটিকা হতে আগামী ০৪ জুন ২০২২ রাত ১২টা পর্য্ন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবে।
বিজিবিতে সরকারি চাকরি
আগ্রহী যোগ্যপ্রার্থীগণ সরাসরি অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে।
বয়সঃ ১১/১১/২০২২ খ্রিস্টাব্দে ন্যূনতম ১৮ হতে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেতে হবে (মহিলা পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য)
শারীরিক যোগ্যতাঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি
মহিলা প্রার্থীদের ক্ষেতে ৫ফুট ২ ইঞ্চি
বুকের মাপঃ ৩০/৩২ ইঞ্চি
দৃষ্টিভঙ্গিঃ ৬/৬
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণ যোগ্য হবে না)
অযোগ্যতাঃ কোন দুরারোগ্য ব্যাধি থাকলে থেকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না
অগ্রাধিকারঃ অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতাসম্পন্ন, ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
রেজিস্ট্রেশন ফিঃ রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা অনলাইনে টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
ভর্তির তারিখ ও স্থানঃ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
- শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
- জাতীয় পরিচয় পত্রের মূল কপি
- চারিত্রিক সনদপত্রের মূল কপি
- নাগরিকত্ব সনদ পত্রের মূল কপি
- অনলাইন রেজিস্ট্রেশন ডকুমেন্টের প্রবেশপত্র মূল কপি
- সকল ডকুমেন্ট গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
- গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
- প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেচ সঙ্গে আনতে হবে
সুযোগ-সুবিধাঃ
- প্রশিক্ষণ শেষে মাসিক বেতন জাতীয় বেতন স্কেল ১৭-গ্রেড ৯০০০-২১,৮০০/- টাকা। তৎসহ বাড়ী ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।
জেলাভিত্তিক নির্বাচনের তারিখ সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখার জন্য অনুরোধ করছি। সরকার নির্দেশিত করনা সংক্রান্ত সকল বিধি অনুসরণ পূর্বক যথাযথভাবে মাক্স পড়ে যান ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাছাই অংশগ্রহণ করবেন।
আবেদন প্রক্রিয়াঃ http://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের তথ্যাদি ফরমে ক্লিক করতে হবে। ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে প্রয়োজনীয় তথ্যাদি পুরণ করে ভর্তির সময় সংগে আনতে হবে।