মঙ্গলবার , ১ জুন ২০২১ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

আগামী ২০ বছরে ৫ ডিগ্রি বেড়ে যাবে ঢাকার তাপমাত্রা: বলছে আন্তর্জাতিক গবেষণা

প্রতিবেদক
বাংলা সার্কুলার
জুন ১, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
প্রখর রোদ

বাংলাদেশের বিভিন্ন শহরে যে হারে তাপমাত্রা বাড়ছে, আন্তর্জাতিক গবেষণা বলছে, বাংলাদেশে যে হারে তাপমাত্রা বাড়ছে তা অব্যাহত থাকলে রাজধানী ঢাকাসহ পাঁচটি বড় শহর আগামী কয়েক বছরের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।

গবেষকরা বলছেন: বর্তমান প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে- ঢাকা, চট্টগ্রাম,খুলনা ও রাজশাহী। এ জেলাগুলিতে রাতের তাপমাত্রার তুলনায় দিনের বেলা অধিক হারে বেড়ে যাবে।

ফাইল ছবি: প্রচন্ড গরমে রিক্সা চালাতে শরীর থেকে ঝরছে প্রচুর ঘাম যা পানি শুন্যতায় ভোগাচ্ছে

গবেষণায় গত ২০ বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 3 সেঃ।

যেখানে সারা বিশ্বে তাপমাত্রা-বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেঃ নিচে রাখার জন্য আন্দোলন চলছে।

“এই অত্যধিক গরম হয়ে পড়বে শহরগুলোর বাসিন্দাদের জন্য পরিবেশগত বাড়তি সমস্যা। বাংলাদেশের সরকারি নীতিমালা মূলত ঘূর্ণিঝড় এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ।

কারণ এ যাবত এই দুটোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এখন আরো চ্যালেঞ্জ যোগ হয়েছে যার মধ্যে রয়েছে তাপমাত্রা বৃদ্ধি-বলেন ড. আশরাফ দেওয়ান, যিনি এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। কানাডার ক্যালগরি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গবেষকরাও এর সঙ্গে যুক্ত ছিলেন।

ভূ-উপগ্রহ থেকে পাওয়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট- এই পাঁচটি শহরের দিনের ও রাতের তাপমাত্রার ধরন বিশ্লেষণ করে এই গবেষণাটি পরিচালিত হয়েছে।

এর মধ্যে ছিল প্রতিদিনের দুটো তথ্য- দুপুরের ও রাতের তাপমাত্রা।

এছাড়াও এই গবেষণায় প্রায় আট হাজার স্যাটেলাইট ইমেজ নিয়ে গবেষকরা বিশ্লেষণ করেছেন।

ফাইল ছবি: গরমে তৃষ্ণা মেটাতে এক ফোটা পানি খাওয়ার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ ব্যাকুল

আন্তর্জাতিক সাময়িকী সাসটেইনেবল সিটিজ এন্ড সোসাইটিতে এপ্রিল মাসে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে- তাপমাত্রা বৃদ্ধি শুধু বাংলাদেশের সমস্যা নয-

এটি বৈশ্বিক সমস্যা। আগামী ৩০ বছর ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় সবকটি দেশের মানুষ নগরে বসবাস করবে।

গবেষকরা বলছেন, ততদিনে বাংলাদেশও একটি নগর রাষ্ট্রে পরিণত হবে।

কার্টিন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী স্কুল অব আর্থ এন্ড প্ল্যানেটারি সায়েন্স বিভাগের শিক্ষক ড. আশরাফ দেওয়ান বলছেন-

আগামী পাঁচ বছরেই শহরগুলো বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে, যদি তাপমাত্রা এভাবে বাড়তে থাকে।

আরো পড়ুন……

“শহর ঠাণ্ডা রাখার জন্য এয়ার কন্ডিশনার ও পানি ব্যবহার করার দরকার পড়বে। শক্তি-সম্পদ ও পানি সম্পদে চাপ বেড়ে যাবে। এর ফলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে,” বলেন তিনি।

গবেষকরা ধারণা করছেন, এভাবে চলতে থাকলে আগামী ২০ বছর পরে-

বড় বড় শহরগুলোর তাপমাত্রা গ্রামাঞ্চলের তুলনায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

যে হারে বাড়ছে

গবেষণায় বলা হয়েছে রাজধানী ঢাকা শহরের দিনের তাপমাত্রা ২০০০ সাল থেকে ২০১৯ সালে এই ২০ বছরে গ্রামাঞ্চলের তুলনায় ২.৭৪ ডিগ্রি সেঃ বৃদ্ধি পেয়েছে।

একই অবস্থা হয়েছে আরো তিনটি শহরে-বন্দরনগরী চট্টগ্রামে বেড়েছে ১.৯২ ডিগ্রি, খুলনায় ১.২৭, সিলেটে ১.১সেঃ। রাজশাহীতে বেড়েছে সবচেয়ে কম ০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

সর্বশেষ - বিদেশে চাকুরি

আপনার জন্য নির্বাচিত
ঔষধ কোম্পানীতে নিয়োগ সার্কুলার

ডেল্টা ফার্মা মেডিকেল প্রমোশন অফিসার পদে চাকুরি

ইংরেজী গ্রামার: ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি Degree এর সহজ ব্যবহার

ইংরেজী গ্রামার: ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি Degree এর সহজ ব্যবহার

Eskayef Pharmaceuticals job circular এসকে+এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বীকন ফার্মা কো-অর্ডিনেটর ও মেডিকেল অফিসার পদে চাকুরি

fpo gov job circular 2021, dgfp job circular 2021, fpohobiganj job circular 2021, পরিবার পরিকল্পনা কার্যায়ে সরকারি চাকরি, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যায়ে সরকারি চাকরি, পরিবার পরিকল্পনা কার্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, জেল পরিবার পরিকল্পনা অফিসে চাকরি,

এসিসটেন্ট মারচেন্ডাইজার নিয়োগ ২০২১

এনটিআরসিএ শিক্ষক নিয়োগ আদেশ

তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত করে দেয়া আদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট

https://banglacircular.com/

অষ্টম সাপ্তাহের এ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি

বেসকারি নিয়োগ বিজ্ঞপ্তি

এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ৮ পদে ৯৮ জনের নিয়োগ সার্কুলার

https://banglacircular.com/

বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি-আবশ্যক কলাম

BCIC Job circular 2021

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ-২০২১