Ansar VDP Job Circular 2021
সম্প্রতি এই বাহিনীতে সাধারণ আনসারের শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে শুধু পুরুষ প্রার্থীদের বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের নিয়ম:
ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।
সাধারণ আনসার পদের জন্য আবেদন করার যোগ্যতা:
- 1. লিঙ্গঃ পুরুষ
- 2. বয়স ০২ মে ২০২১ তারিখে সর্বনিম্ন ১৮ এবং ১০ মে ২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য
- 3. সর্বনিম্ন উচ্চতা: ৫ ফুট এবং ৪ ইঞ্চি
- 4. সর্বনিম্ন বুকের মাপ (স্বাভাবিক-সম্প্রসারিত) 30-32inch
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন ও সুযোগ সুবিধা:
- প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
- ৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা।
- দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে প্রদান করা হবে।
- কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।
আবেদন শুরুর সময়: ০২ মে ২০২১ তারিখ রাত ১২টা থেকে।
অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত।
প্রয়োজনীয় কাগজপত্র
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের প্রবেশপত্রের মূল কপি, পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ছবি এবং সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন—