এসএসসি পরীক্ষার ফলাফল
সারা দেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল চলতি মাসের ৩০ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে। ২৮ ডিসেম্বরে সম্ভাব্য তারিখ হিসেবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ফল প্রকাশের জন্য ২৩ থেকে ২৮ ডিসেম্বর তারিখের মধ্যে যে কোন দিন প্রকাশ করার জন্য প্রস্তাব করেছেন।
পরীক্ষার ফলাফল
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ফলাফল প্রকাশের জন্য সম্মতি দেবেন সেদিনই সারাদেশের শিক্ষা বোর্ড সমূহ এক যোগে ফলাফল প্রকাশ করবে।
প্রতিবছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সকল বোর্ডের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।
এসএসসি পরীক্ষা ২০২১ এর ফলাফল দেখতে আজই আমাদের পেজের পরীক্ষার ফলাফল বিভাগে যেতে পারেন। আমরা পরীক্ষার ফলাফল সমূহ সবার আগে www.educationboardresults.gov.bd এর মাধ্যমে প্রকাশ করে থাকি।
তাছাড়া আমাদের এ লিংক https://banglacircular.com এর পরীক্ষার ফলাফল পেজ ভিজিট করে ফলাফল সংগ্রহ করতে পারেন।
পরীক্ষার ফলাফল কিভাবে সংগ্রহ করবেন এ বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।
গত মাসের ১৪ তারিখ পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি জানিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হয়েছে ২৩ নভেম্বর। তাই এখন শুধু আনুষ্ঠানিক দিন ঘোষণার অপেক্ষা।
আন্তশিক্ষা বোর্ড
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহবায়ক এসএম ইমরুল ইসলাম সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফল প্রকাশের জন্য তাঁরা প্রস্তুতি নিয়েছেন।
বিশ্ব মহামারি করোনার প্রভাবে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে আট মাস পরে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখের ও বেশি।
শিক্ষার্থীগণ দীর্ঘ বিরতির পর নানাহ উদ্বেগ ও উৎকন্ঠা শেষে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সফলভাবে পরীক্ষা শেষ করেছে।
ফলাফল প্রকাশ
শিক্ষার্থী ও অভিভাবক এখন অপেক্ষা করছেন ফলাফল প্রকাশের দিনের জন্য। সকল বিষয়ের পরীক্ষা না হওয়াতে ভাল শিক্ষার্থীগণ এইচএসসি ভর্তির প্রভাব কতটুকু পড়বে এ ক্ষেত্রে তা নিয়ে চিন্তায় আছেন।
গ্রুপ ভিত্তিক ৩ বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা শেষ হয়। আবশ্যিক বিষয়ের জন্য নাম্বারিং এর ক্ষেত্রে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ম্যাপিং করে নম্বর দেওয়া হবে।