DC Office, Bagerhat Job Circular: 2021
আবেদনের শর্তাবলী:
- আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক এবং বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীকে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদন করতে হবে।
- নির্ধারিত আবেদন ফরমের নিদের্শনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
- প্রার্থীর বয়স সীমা ১৮-৩০ বয়সের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শারিরীক প্রতিবন্ধীর ক্ষেত্রে ৩২ বছর শিথীলযোগ্য।
- বিস্তারিত জানতে উক্ত পোস্টের নীচের অংশে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন ফরম কোথায় পাবেন?
- আবেদন ফরমটি বাগেরহাট জেলার সরকারি ওয়েবসাইটে www.bagerhat.gov.bd, পাওয়া যাবে।
- জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাটের রাজস্ব শাখায়ও পাওয়া যাবে।
- এছাড়াও সরকারি ফরম প্রকাশের ওয়েব সাইট: www.forms.gov.bd হতেও পাওয়া যাবে।
আবেদন ফরম কিভাবে এবং কোথায় জমা দেবেন?
- সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরম সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী ১৫-০৬-২০২১ইং তারিখের মধ্যে অফিস চলাকালে জেলা প্রশাসক, বাগেরহাট এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে।
- সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- নির্ধারিত সময়ের পর গ্রহণকৃত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
- খামের ওপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোঠা (যদি থাকে) এবং বামপাশে আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
পদের নাম: অফিস সহকারী- কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
- পদসংখ্যা: ০৮ (আট)
- বেতন: ৯৩০০/- ২২৪৯০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
- কম্পিউটার যোগ্যতা: টাইপিং এ বাংলা ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
- পদসংখ্যা: ০৫ (পাঁচ)
- বেতন: ৯৩০০/- ২২৪৯০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
- কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে।
পদের নাম: সাটির্ফিকেট পেশকার
- পদসংখ্যা: ০৪ (চার)
- বেতন: ৯৩০০/- ২২৪৯০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
- কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে।
পদের নাম: সাটির্ফিকেট সহকারি
- পদসংখ্যা: ০৬ (ছয়)
- বেতন: ৯৩০০/- ২২৪৯০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
- কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে।
পদের নাম: ক্রেডিট-চ্যাকিং কাম-সায়রাত সহকারী
- পদসংখ্যা: ০৯ (নয়)
- বেতন: ৯৩০০/- ২২৪৯০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
- কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন—