গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় সংবাদ সরকারি চাকুরি

নন–ক্যাডারে ৩৮তম বিসিএসে ৭ শতাধিক নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নিয়োগ কমিশন (পিএসসি) এর ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৭ শতাধিক প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন।

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নিয়োগ কমিশন (পিএসসি) এর ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৭ শতাধিক প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন। এই প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে আজ বুধবার কমিশনের বিশেষ সভায় নিয়োগের সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানা গেছে।

৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ছয় হাজার ১৭৩ জন প্রার্থী ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য পাঁচ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন। এর আগে ৫৪১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ পেলেন ৭ শতাধিক।
এর আগে 38তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে দুই হাজার দুইশ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

আমাদের আরো খবর জানতে ভিজিট করুন: http://banglacircular.com

প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে। যারা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ক্যাডার পান না, তাদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের জন্য নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।

নিয়োগ মনোনীতদের তালিকা ডাউনলোড করুন:

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment