বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি নন-ক্যাডার ভিত্তিক বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের শূন্য পদ পূরণের নিমিত্তে নিয়োগের জন্য দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা ২নং বিজ্ঞপ্তির পদ সমূহ দেখতে পারেন।
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
পিএসসি-বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন–ক্যাডারে নিয়োগের জন্য ২৩ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২নং বিজ্ঞপ্তি অনুসারে শূন্য পদে ৪-৭নং বেতন স্কেলে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সরকারি ও বেসরকারি সকল নিয়োগ সার্কুলার দেখুন….
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
পিএসসি নিয়োগ সার্কুলার, বাংলাদেশ কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা-আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। তাছাড়া চাকরির আবেদনে বয়স ও বেতন ভাতাদি সম্পর্কেও জানা যাবে।
৪র্থ থেকে ৭ম গ্রেডে নিয়োগ, নন-ক্যাডার পদে নিয়োগ
বিজ্ঞপ্তি নং-০২ এ যে সকল পদে নিয়োগঃ
চীফ কনসালটেন্ট
- জেনারেল সার্জারী
- চক্ষু
- কার্ডিওলজি
- প্রকৌশলী
- স্কীপার
- সিস্টেম এনালিস্ট
সিনিয়র কনসালটেন্ট
- চক্ষু
- ডেন্টাল
- প্যাথলজি
- রক্ত পরিসঞ্চালন
- অর্থে-সার্জারী
- এনেস্থেশিয়া
- ইএনটি
- সহকারী সিস্টেম এনালিস্ট
- প্রোগ্রামার
- রক্ষণাবেক্ষণ প্রকৌশল
- কম্পিউটার অপারেশন সুপারভাইজার
- সহকারী অধ্যাপক (ফ্যাশন এন্ড ডিজাইন)
- ২য় প্রকৌশলী
- মেট
জুনিয়র কনসালটেন্ট
- মেডিসিন
- প্যাথলজি
- সাইকিয়াট্রি
- নেফ্রোলজি
- চক্ষু
- চর্ম ও যৌন
- দন্ত
- মাস্টার ফিসার ম্যান
আবেদন শুরু ও শেষঃ
২৮ ডিসেম্বর ২০২১ খ্রিঃ থেকে ২৭ জানুয়ারী ২০২২ খ্রিঃ বিকাল ৫ ঘটিকার মধ্যে।
নির্দেশাবলীঃ
- প্রার্থীদের টেলিটকের ওয়েব ঠিকানা http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদন পত্র বিপিএসসি ফরম 5A (Applicant’s Copy) পূরণ করে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্য্ক্রম এবং ফি জমাদান ও প্রবেশপত্র পাবেন।
- আবেদন পত্র পূরণ করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালো করে বুঝে আবেদন করতে হবে।
- নির্ধারিত তারিখ এর পরে ফি জমাদান এবং অনলাইনে কোন আবেদন গ্রহণ করা হবে না।
- অনলাইনে আবেদন করতে নিজের ২ মাসের মধ্যে তোলা রঙ্গীন ছবি আপলোড করতে হবে।
- ছবি সাইজ হবে সর্বোচ্চ 100kb মাপ হবে (300×300 Pixel) jpg Format
- স্বাক্ষর স্ক্যান করতে হবে সাইজ হবে সর্বোচ্চ 60kb (300×80 Pixel) jpg Format