শিক্ষক কর্মচারী নিয়োগ সরকারি চাকুরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারী এর স্থায়ী শূন্য পদ সমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি সহ নির্ধারিত বেতন স্কেলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সরকারি নিয়োগ কার্যালয়ের নাম: বরিশাল বিশ্ববিদ্যালয়

আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের  ওয়েবসাইট থেকে থেকে সদ্য প্রকাশিত নিয়োগ  সার্কুলার থেকে তথ্য সংগ্রহ করে থাকি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর নিয়োগ তথ্যাবলী সংগ্রহ করেছি। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ, কর্তৃপক্ষের ওয়েবসাইট ও কার্যালয়ের ঠিকানা। প্রকাশিত চাকুরির গুণমান এবং বিজ্ঞপ্তির সহ আমাদের সাইটে প্রকাশ করি।

সাম্প্রতিক নিয়োগ সার্কুলার সমূহ দেখুন..

বরিশাল বিশ্ববিদ্যালয়

এখানে আপনি বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগকৃত পদের সাথে সম্পর্কিত সকল তথ্য পাবেন। কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যও রয়েছে। আপনি যদি বরিশাল বিশ্ববিদ্যালয় চাকুরির বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আরও চাকুরির বিজ্ঞপ্তি দেখতে চান তবে আপনি আমাদের বাংলা সার্কুলারের সরকারি ও বেসরকারি চাকরি বিভাগে যেতে পারেন।

১। পদের নামঃ সহকারী অধ্যাপক

শূন্য পদঃ ০১টি

বেতন গ্রেড-০৬, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

২। পদের নামঃ প্রভাষক

বেতনস্কেল-২২,০০০-৫৩০৬০/-

মোট পদ সংখ্যাঃ ১৪টি

বিভাগ ও শূন্য পদ সমূহঃ

  • ইংরেজী বিভাগ ০২ জন  
  • দর্শন বিভাগ ০১ জন  
  • ইতিহাস ও সভ্যতা বিভাগ ০১ জন
  • পরিসংখ্যান বিভাগ ০১ জন
  • অর্থনীতি বিভাগ-০১ জন
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-০২ জন
  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ ০১ জন
  • মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ০১ জন
  • কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ০২ জন
  • প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগ ০২ জন

৩। পদের নামঃ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

  • শূন্য পদঃ ০১টি
  • বেতন গ্রেড-০৫, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

৪। পদের নামঃ সহকারী-পরীক্ষা নিয়ন্ত্রক

  • শূন্য পদঃ ০১টি
  • বেতন গ্রেড-০৭, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

৫। পদের নামঃ সহকারী লাইব্রেরীয়ান

  • শূন্য পদঃ ০১টি
  • বেতন গ্রেড-০৭, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

৬। পদের নামঃ অডিট এন্ড একাউন্টস অফিসার

  • শূন্য পদঃ ০১টি
  • বেতন গ্রেড-০৯, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

৭। পদের নামঃ ইমাম, কেন্দ্রীয় মসজিদ

  • শূন্য পদঃ ০১টি
  • বেতন গ্রেড-১০, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

৮। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (নেটওয়ার্কিং)

  • শূন্য পদের সংখ্যাঃ ০১টি
  • বেতন গ্রেড-১০, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

৯। পদের নাম ও সংখ্যাঃ

  • জুনিয়র ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) ০১টি
  • জুনিয়র ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (পদার্থ বিজ্ঞান বিভাগ) ০১টি
  • ডেমোনেস্ট্রটর (কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ) ০১টি
  • ডেমোনেস্ট্রটর (রসায়ন বিভাগ) ০১টি
  • বেতন গ্রেড-১০, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১০। পদের নাম ও সংখ্যাঃ

  • পিএ-কাম-কম্পিউটার অপারেটর ১টি
  • অডিটর (অডিট সেল) ২টি
  • মুয়াজ্জিন-কাম-খাদেম ১টি
  • কেয়ারটেকার ০১টি
  • বেতন গ্রেড-১১, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১০। পদের নাম ও সংখ্যাঃ একাউন্ট্যান্ট ১টি

  • বেতন গ্রেড-১২, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১১। পদের নাম ও সংখ্যাঃ

  • একাউন্ট্যান্ট এসিস্ট্যান্ট ২টি
  • ল্যাব এসিস্ট্যান্ট (রসায়ন বিভাগ) ১টি
  • নার্স (মেডিকেল সেন্টার) ১টি
  • মেডিকেল এসিস্ট্যান্ট (মহিলা) ১টি
  • অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ৪টি
  • ডাটা এন্ট্রি অপারেটর ১টি
  • বেতন গ্রেড-১৩, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১২। পদের নাম ও সংখ্যাঃ

  • ড্রাইভার ১টি
  • ইস্যু ক্লার্ক ১টি
  • বেতন গ্রেড-১৫, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১৩। পদের নাম ও সংখ্যাঃ

  • এসিস্ট্যান্ট স্টোর কিপার ০১টি
  • অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট ৪টি
  • বেতন গ্রেড-১৬, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১৪। পদের নাম ও সংখ্যাঃ

  • পাম্প অপারেটর ০২টি
  • ম্যাসন (প্রকৌশল দপ্তর) ০১টি
  • কার্পেন্টার ১টি
  • প্লাম্বার ১টি
  • বেতন গ্রেড-১৭, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১৫। পদের নাম ও সংখ্যাঃ

  • মেশিন অপারেটর (কেন্দ্রীয় লাইব্রেরী) ১টি
  • ল্যাব এটেনডেন্ট ১৩টি
  • বেতন গ্রেড-১৮, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

১৬। পদের নাম ও সংখ্যাঃ

  • অফিস সহায়ক ১১টি
  • হল এটেনডেন্ট (বঙ্গবন্ধু ও শেরে বাংলা হল)  ২টি
  • হল এটেনডেন্ট শেখ হাসিনা হল (মহিলা) ১টি
  • মেকানিক ০১টি
  • সহকারী বাবুর্চি ০৩টি
  • নিরাপত্তা প্রহরী ০৩টি
  • পরিচ্ছন্নতাকর্মী ০৪টি
  • বেতন গ্রেড-২০, বেতনস্কেল-জাতীয় বেতন স্কেল ২০১৫

আবেদনঃ

  • আবেদনের সময়ঃ আগামী ৩০-০১-২০২২ তারিখ পর্যন্ত
  • আবেদন ফরমঃ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bu.ac.bd  থেকে দরখাস্তের নমুনা ফরম  নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করা যাবে।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment