গুগল ড্রাইভে কিভাবে গুরুত্বপূর্ণ ফাইল রাখবেন
মোবাইল কিংবা কম্পিউটার ষ্টোরে জমাকৃত যে কোন ফাইল, ভিডিও বা অডিও ডিলিট হয়ে যায়। কিংবা মোবাইল মেমোরি ফরম্যাট হয়ে যায়। কম্পিউটার উইন্ডোজ কিংবা হার্ডওয়ার নস্ট হয়ে যায়। এভাবে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি ফাইল ছবি ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য হারিয়ে যায়।
হারিয়ে গেলেও আপনার এ সকল ছবি, ফাইল, ভিডিও, অডিও ও তথ্য যখনই সুযোগ পাবেন সাথে সাথে গুগল ড্রাইভে স্টোর করে রাখেন তাহলে আপনাকে আর এ অসুবিধায় পড়তে হবে না।
অনেকেই এ বিষয়টি অবহেলা করে থাকেন, ফলে যখন হারিয়ে বিপদে পড়ে তখন অন্য কারো দ্বারাস্ত হয়। তখনই আপনার ফাইল ও ব্যক্তিগত তথ্য যে কারো নিকট হস্তান্তরিত হয়ে যায়, ফলে মহাবিপদ চলে আসে কারো কারো জীবনে।হারাতে হয় সম্মান হারাতে হয় অর্থ।
আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনার সকল তথ্য গুগল স্টোরে থাকবে। ফলে নতুন আরেকটি স্মার্ট ফোন কিনে নিলে গুগল ড্রাইভে লগইন করে পুনরায় আপনার তথ্যগুলো আবার আপনার মোবাইলে ফিরিয়ে আনতে পারবেন।
মোবাইল নস্ট হয়েছে? চিন্তা করছেন গুরুত্বপূর্ণ ছবি বা ফাইলের কি হবে?
যাদের একটি ই-মেইল একাউন্ট আছে তাদের জন্য গুগল ১৫ জিবি পর্য্ন্ত ফ্রি স্টোর দিয়ে থাকে। আপনার ইমেইল একাউন্ট থাকলে সেটাই গুগল ড্রাইভের একাউন্ট হিসেবে থাকে।
১৫ জিবির বেশি যদি আপনার প্রয়োজন হয় তাহলে গুগল থেকে মাসিক কিংবা বার্ষিক নির্ধারিত চার্জ দিয়ে স্টোর কিনে নিতে হবে।
মোবাইল হারিয়ে গেলে কিংবা নষ্ট হলেও আর চিন্তা নেই। জেনে নিন কীভাবে গুগল ড্রাইভে ছবি রাখতে পারবেন-
- গুগল ড্রাইভে ছবি রাখার জন্য আপনাকে প্রথমে গুগল ড্রাইভে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য আপনি জিমেইল অ্যাকাউন্ট এর সাহায্যে গুগল ড্রাইভে লগইন করুন।
- এরপর + আইকনের ওপর ক্লিক করলে আপনি যে কোনো ছবি গুগল ড্রাইভে রাখতে পারবেন।
- এরপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে Upload অপশনে ক্লিক করার পর, যে ছবিটি গুগল ড্রাইভে রাখতে চান সেটির ওপর ক্লিক করুন।
- ছবিটির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ড্রাইভে আপনার ছবিটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর আপনি মোবাইল থেকে ছবিটা ডিলিট করে দিলেও, নির্দিষ্ট ছবিটি আপনার গুগল ড্রাইভে থেকে যাবে।
- যদি গুগল ড্রাইভে ফোল্ডার তৈরি করে তার মধ্যে ছবি রাখতে চান, তাহলে + Plus আইকনটিতে ক্লিক করুন। Folder অপশনে গিয়ে, নতুন একটি ফোল্ডার তৈরি করুন। নিজের পছন্দমতো একটি নাম দিতে পারেন ফোল্ডারটির।
- এবার সেই ফোল্ডারের ভেতরে গিয়ে, পুনরায় প্লাস আইকনের সাহায্যে আপনার ছবিটিকে আপলোড করে দিন।
বিস্তারিত জানার জন্য এ লিংকে ক্লিক করুন https://youtu.be/xJTYathkkvY পুরো ভিডিওটি দেখলে সহজভাবে বুঝতে পারবেন যে কেহ।