ডাচ্ বাংলা ব্যাংক লিঃ ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
সার্কুলারটি ২৮ জুলাই ব্যাংকটির www.dutchbanglabank.com ওয়েব সাইটে প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ ১২ আগস্ট ২০২১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এর বিস্তারিত তথ্য
Dutch-Bangla Bank Ltd
CONTACT US (HEAD OFFICE), (8802) 47110465, 47115155, 47114795, International: (8802) 47110465, 47115155, 47114795, Fax: (8802) 9561889, SWIFT : DBBLBDDH, ccs.cmc@dutchbanglabank.com
সকল চাকরির খবর দেখুনঃ
- খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয়-ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি
- বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারী ২০২৩ মাসের বেতন ছাড়
- বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স এ নিয়োগ বিজ্ঞপ্তি
ডাচ্ বাংলা ব্যাংক দেশ ও বিদেশে সুনামের সাথে তাদের ব্যাংকিং কার্য্ক্রম চালিয়ে আসছে। ডিজিটাল ব্যাংকিং সিস্টেমের সকল আপডেট ফর্মুলা ব্যাংকটি ব্যবহার করছে। হাজারো কর্মী নিয়ে ব্যাংকের সফলতা উর্দ্ধমুখি।
ব্যাংকটির মোবাইল ব্যাংকিং সিস্টেম ‘‘রকেট’’ এবং এজেন্ট ব্যাংকিং এ কাজ করতে আগ্রহী কিছু সংখ্যক উদ্যোমী, মেধাবী ও কর্মঠ যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করবে। ব্যাংকটি নিম্ন লিখিত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
পদের নামঃ রিজিওনাল হেড (মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং)
শূন্য পদের সংখ্যাঃ নির্ধারিত নয়
বেতনঃ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে।
শিক্ষাগত যোগ্যতাঃ Masters degree in any discipline
বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
কর্মকালীন দায়িত্বঃ
মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং এর উপর টার্গেট ভিত্তিক কাজ করতে হবে। বিস্তারিত সার্কুলারটি দেখুন।
অভিজ্ঞতাঃ
কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা, সিনিয়র অফিসার/এরিয়া ম্যানেজার হিসাবে ১ বছরের অভিজ্ঞতা
পদের নামঃ রিজিওনাল হেড (প্রোডাক্ট ম্যানেজমেন্ট এন্ড ফোর্টপোলিও ম্যানেজমেন্ট)
শূন্য পদের সংখ্যাঃ নির্ধারিত নয়
বেতনঃ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে।
শিক্ষাগত যোগ্যতাঃ Masters degree in any discipline
বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
কর্মকালীন দায়িত্বঃ
মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং এর নিত্য নতুন কর্মসূচী ও প্রতিবেদন তৈরী করা। বিস্তারিত সার্কুলারটি দেখুন।
অভিজ্ঞতাঃ
কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা, ম্যানেজার হিসাবে ১ বছরের অভিজ্ঞতা
পদের নামঃ রিজিওনাল হেড ( ব্রান্ড প্রমোশন এন্ড ট্রেড মার্কেটিং)
শূন্য পদের সংখ্যাঃ নির্ধারিত নয়
বেতনঃ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে।
শিক্ষাগত যোগ্যতাঃ Masters degree in any discipline
বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
কর্মকালীন দায়িত্বঃ
মোবাইল বিস্তারিত সার্কুলারটি দেখুন।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা, ম্যানেজার হিসাবে ১ বছরের অভিজ্ঞতা
প্রকাশিত তারিখঃ ২৮ জুলাই ২০২১
আবেদনের শেষ তারিখঃ ১২ আগস্ট ২০২১
Dutch-Bangla Bank job circular Image and pdf download
সরাসরি আবেদন করতে নিচের Apply Now তে ক্লিক করুন