সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ ২০২২
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে কর্মকর্তা ও কর্মচারী স্থায়ী শূন্য পদ সমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ নির্ধারিত বেতন স্কেলে নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সরকারি নিয়োগ কার্যালয়ের নাম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে থেকে সদ্য প্রকাশিত নিয়োগ সার্কুলার থেকে তথ্য সংগ্রহ করে থাকি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর নিয়োগ তথ্যাবলী সংগ্রহ করেছি। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ, কর্তৃপক্ষের ওয়েবসাইট ও কার্যালয়ের ঠিকানা। প্রকাশিত চাকুরির গুণমান এবং বিজ্ঞপ্তির সহ আমাদের সাইটে প্রকাশ করি।
সাম্প্রতিক সকল নিয়োগ সার্কুলার দেখুন….
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ
এখানে আপনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগকৃত পদের সাথে সম্পর্কিত সকল তথ্য পাবেন। কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যও রয়েছে। আপনি যদি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চাকুরির বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আরও চাকুরির বিজ্ঞপ্তি দেখতে চান তবে আপনি আমাদের বাংলা সার্কুলারের সরকারি ও বেসরকারি চাকরি বিভাগে যেতে পারেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তা ও কর্মচারীর স্থায়ী শূন্য পদ সমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি সহ নির্ধারিত বেতন স্কেলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। পদের নামঃ সেকশন অফিসার, ভেটেরেনারি সার্জন, গবেষণা কর্মকর্তা, সহকারী ফার্ম ম্যানেজার ৩জন
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শূন্য পদঃ ০৬টি
২। পদের নামঃ গবেষণা সহকারী
বেতন স্কেলঃ ১২৫০০-৩২,২৪০/-
শূন্য পদঃ ০১টি
৩। পদের নামঃ পিএ ২, সিনিয়র লাইব্রেরী এসিসটেন্ট ১, ফিল্ড এসিসটেন্ট ২জন
বেতন স্কেলঃ ১১,৩০০-২৭,৩০০/-
মোট শূন্য পদঃ ০৫টি
৪। পদের নামঃ কৃত্রিম প্রজনন সহকারী ১, জুনিয়র একাউনটেন্ট ১, নেটওয়ার্ক টেকনিশিয়ান ১, হার্ডওয়ার টেকনিশিয়ান ১, জুনিয়র লাইব্রেরী এসিসটেন্ট ১, ভেটিরিনারি কাম্পাউন্ডার ১, জুনিয়র এসিসটেন্ট কম্পিউটার ৬, ডাটা এন্ট্রি অপারেটর ২, ক্যালিওগ্রাফার ১, নিরাপত্তা সুপারভাইজার ১, স্ট্রংরুম ১ জন।
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/-
মোট শূন্য পদঃ ১৭টি
৫। পদের নামঃ গাড়ী চালক (ভারী)
বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০/-
শূন্য পদঃ ০২টি
৬। পদের নামঃ ল্যাব এসিসটেন্ট কাম স্পেসিম্যান কালেকটর ৪, কম্পিউটার অপারেটর ৩, অফিস সহকারী ১, মেশিন অপারেটর ১, জুনিয়র এসিসটেন্ট ১, ট্রাক্টর ড্রাইভার ১জন।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শূন্য পদঃ ১১টি
৭। পদের নামঃ ল্যাব এটেনডেন্ট ১০, পাম্প অপারেটর ১, ড্রেসার ১, সহকারী ইলেকট্রিশিয়ান ২ জন।
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/-
শূন্য পদঃ ১৪টি
৮। পদের নামঃ এ্যাটেনডেন্ট ৫, গানম্যান ১, মালী ২, পরিচ্ছন্নতাকর্মী ৩, এনিমেল এটেনডেন্ট ৩, পোল্ট্রি এটেনডেন্ট ১, নিরাপত্তা প্রহরী ২, অফিস সহায়ক ১৩, সহকারী বাবুর্চি ১, আয়া-১ জন।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
শূন্য পদঃ ৩২টি