শিক্ষাঙ্গন তথ্য শ্রেণি পাঠশালা

এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের আইসিটি বিষয়ের MCQ

Aakash Development Ltd Job Circular

এসএসসি আইসিটি বিষয়ের ১ম অধ্যায়

উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও (১৫টি প্রশ্ন দেয়া আছে)

এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের প্রথম অধ্যায় থেকে ১৫ টি mcq শিক্ষার্থীদের ফলো আপ এর জন্য প্রকাশ করা হলো।  আজকের এই mcq গুলো প্রথম অধ্যায়ের থেকে সংকলন করা হয়েছে। 

শ্রেণি পাঠশালা, শ্রেণি পাঠ, আইসিটি এমসিকিউ, ১০ম শ্রেণি, এসএসসি পরীক্ষার্থী ২০২২,

 এই ১৫ টি প্রশ্নের উত্তর সঠিকভাবে মূল্যায়ন করে কমেন্ট বক্সে বক্সে লেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি যারা সঠিক উত্তর প্রদান করতে পারবে তাদের জন্য মোবাইলে গিফট প্রদান করা হবে। ৫টি অধ্যায় থেকে সপ্তাহে ১৫টি করে প্রশ্ন তোমাদের জন্য উল্লেখ থাকবে। 

Information Communication & Technology (ICT)

১। প্রশ্নঃ কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?

ক)   কম্পিউটার  খ)  ইন্টারনেট গ)  উপাত্ত ঘ) তথ্য 

২। প্রশ্নঃ নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি?

ক)  সামাজিকতা  খ)  আন্তর্জাতিকতা  গ) সাম্প্রদায়িকতা ঘ)  নৈতিকতা

৩। প্রশ্নঃ কোন শতকে সম্পদের ধারণা পাল্টে গিয়েছে?

ক)  ঊনবিংশ শতক  খ)  বিংশ শত গ) একুশ শতক  ঘ)  অষ্টাদশ শতক

৪। প্রশ্নঃ চার্লস ব্যাবেজ কে ছিলেন?

ক)  রসায়নবিদ  খ) পদার্থবিদ গ)  গণিতবিদ ঘ) পরমানবিদ

৫। প্রশ্নঃ ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন কে তৈরি করেন?

ক) চার্লস ব্যাবেজ  খ) স্টিভ জবস গ) মার্ক জুকারবার্গ ঘ)  জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

৬। প্রশ্নঃ  বিজ্ঞানী চার্লস ব্যাবেজ কত সালে  জন্মগ্রহণ করেন?

    ক)  1791  খ)  1792 গ)  1793 ঘ)  1790

৭। প্রশ্নঃ  চার্লস ব্যাবেজ কত সালে মৃত্যুবরণ করেন?

ক) 1842   খ)  1833  গ)  1953  ঘ)  1991

৮। প্রশ্নঃ  বিজ্ঞানী চার্লস ব্যাবেজ  কোন যন্ত্রটি তৈরি করেন?

ক)  এনালিটিক্যাল ইঞ্জিন খ) ওএমআর গ) রোবট ঘ)  প্রিন্টার

৯। প্রশ্নঃ অ্যাডা লাভলেস কে ছিলেন?

ক)  চার্লস ব্যাবেজ এর কন্যা খ)  কবি লর্ড বায়রনের কন্যা গ)  ডি মরগ্যানের কন্যা ঘ)  আইনস্টাইনের কন্যা

১০। প্রশ্নঃ  অ্যাডা লাভলেস কত সালে জন্মগ্রহণ করেন?

ক) 1835 সালে খ)  1805 সালে গ) 1805 সালে ঘ) 1815 সালে

১১। প্রশ্নঃ  অ্যাডা লাভলেস কত সালে মৃত্যুবরণ করেন?

ক)  1815 সালে  খ) 1862 সালে গ) 1852 সালে  ঘ)  1835 সালে

১২। প্রশ্নঃ   কম্পিউটারের প্রথম প্রোগ্রামার ধারণা কে প্রবর্তন করেন?

ক) বিল গেটস  খ) চার্লস ব্যাবেজ গ)  জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ) অ্যাডা লাভলেস 

১৩। প্রশ্নঃ বিশ্বের প্রথম প্রোগ্রামার কে ছিলেন?

ক)  মার্ক জুকারবার্গ খ)  অ্যাডা লাভলেস গ)  স্টিভ জবস ঘ) চার্লস ব্যাবেজ

১৪। প্রশ্নঃ ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে প্রথম কোন নেটওয়ার্ক জন্ম হয়?

ক)  ইন্ট্রানেট  খ)  আর্পানেট  গ)  ইন্টারনেট  ঘ)   এক্সট্রানেট

১৫। প্রশ্নঃ ইমেইল সিস্টেম সর্বপ্রথম কে চালু করেন?

ক)  মার্কনী খ)  বিল গেটস গ)  ম্যাক্স ওয়েল ঘ) রেমন্ড টমলিনসন

About the author

Mohammad Gias Uddin

১ Comment

  • ১)(ঘ)তথ্য
    ২)(খ)আন্তজাতিকতা
    ৩)(গ)একুশ শতক
    ৪)(গ)গণিতবিদ
    ৫)(ক)চালস ব্যাবেজ
    ৬)(ক)1791
    ৭)1871
    ৮)(ক)এনালিটিকেল ইন্জ্ঞিল
    ৯)(খ)কবি লড বায়রনের কন্যা
    ১০)(ঘ)1815 সালে
    ১১)(গ)1852 সালে
    ১২)(ঘ)অ্যাডা লাবলেস
    ১৩)(খ)অ্যাডা লাবলেস
    ১৪)(গ)ইন্টারনেট
    ১৫)(ঘ)রেমন্ড টমলিনসন
    Name: Tahomina
    Roll:89
    Class:10
    graph: Manobik

Leave a Comment