জাতীয় সংবাদ

বাংলাদেশ ও ভারত সীমান্ত বন্ধ থাকবে ৩১ জুলাই পর্যন্ত

bangladesh india border

মহামারী করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বলবৎ করা হয়েছে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

আরও জাতীয় সংবাদ সমূহ পড়তে আমাদের জাতীয় সংবাদ পেজটি ভিজিট করুন।

সচিব বলেন, কোভিড পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।এই সময়ে স্থল সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিরা সপ্তাহে তিন দিন প্রবেশ করতে পারবেন।যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও বিজ্ঞপ্তিসমূহ পড়তে পারেন—

উল্লেখ্য, করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ রয়েছে।এরমধ্যে কয়েকটি স্থল সীমান্ত বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশিরা ফেরার জন্য সুযোগ করে দেওয়া হয়।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment