শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩

প্রতিবেদক
বাংলা সার্কুলার
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:১২ পূর্বাহ্ণ
বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদিন

অনলাইনে আবেদনের শেষ তারিখ ৯ এপ্রিল ২০২৩

বাংলাদেশ বিমান বাহিনী ৮৮ বি.এ. এফ.এ কোর্সে অফিসার ক্যাডেটে যোগদানে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ নিম্নে প্রদত্ত শর্ত ও লিংকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

বিমান বাহিনীতে নিয়োগ

আগ্রহী যোগ্যপ্রার্থীগণ সরাসরি অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন মেয়াদে সাধারণ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে

শিক্ষাগত যোগ্যতাঃ

শাখাঃ

১। জিডিপি- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিত এ ন্যুনতম লেটার গ্রেড-এ।  

২। লজিস্টিক/এটিসিিএডিডব্লিউসিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিত এ ন্যুনতম লেটার গ্রেড-এ।  

৩। ফিন্যান্সঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং সাধারণ গণিত/হিসাব বিজ্ঞানে এ ন্যুনতম লেটার গ্রেড-এ।  

অন্যান্য যোগ্যতাঃ

নাগরিকত্বঃ বাংলাদেশী পুরুষ নাগরিক

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

বয়সঃ ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৮ জুন ২০২৩ তারিখে)  

উচ্চতাঃ পুরুষ প্রার্থীঃ কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপঃ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণঃ ২ ইঞ্চি

          মহিলা প্রার্থীঃ জিডিপি কমপক্ষে ৬৪ ইঞ্চি। অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি।  বুকের মাপঃ কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণঃ ২ ইঞ্চি

ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।

দৃষ্টিভঙ্গিঃ ৬/৬

অযোগ্যতাঃ

১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত

২। আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত।

৩। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।

প্রশিক্ষণ/কমিশন

বাংলাদেশ মেলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতিঃ

১। প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শুধুমাত্র ফিন্যান্স শাখার জন্য: আইকিউ, ইংরেজি ও ব্যাবসায় শিক্ষা।

২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা;

৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা;

৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি);

৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা;

৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন (সিএফএসবি);

বিশেষ সুযোগ সুবিধাঃ

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০/- টাকা এবং প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।

আবেদনপত্র জমাদানের নিয়মাবলীঃ

  • শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
  • নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র (বৈবাহিক অবস্থা উল্লেখ পূর্বক)
  • সম্প্রতি তোলা ১২ কপি স্ট্যাম্প আকারের ছবি; গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত
  • জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি

অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতিঃ

অনলাইন পদ্ধতিতে সরাসরি http://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে ফি বাবদ ১০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিষ্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে Login এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে সঠিকতা যাচাই করে পূরণ ও প্রিন্ট করতে হবে।

সর্বশেষ - বিদেশে চাকুরি