বিদেশে চাকুরি

বোয়েসেল; জর্ডানে ১২শ টাকা খরচে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ

bmet job circular 2021,

BOESL; JORDAN GARMENT JOB CIRCULAR

বোয়েসেল এর মাধ্যমে জর্ডানে Genius for garments co. অধীন নিম্ন বর্ণিত সংখ্যক মহিলা কর্মী নিয়োগ করা হবে।  বিস্তারিত তথ্য জানতে বোয়েসল এর ওয়েব সাইট www.boesl.gov.bd তে ভিজিট করুন।

বিদেশে চাকুরি, বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি, বিদেশে শ্রমিক নিয়োগ, বিদেশে যেতে ইচ্ছুক, বিদেশে চাকুরির খবর

বিদেশে শ্রমিক নিয়োগ সার্কুলারটি ০৫ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (বোয়োসেল) তাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ নিম্ন লিখিত পদ সমূহে বিদেশ যাওয়ার জন্য নিচের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় ও স্থানে সরাসরি সাক্ষাতকারে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

সদ্য প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চোখ রাখুন……

কোম্পানীর নামঃ Genius for garments co.

পদ ও সংখ্যাঃ

  • মেশিন অপারেটর ২০ জন,
  • মাসিক বেতনঃ ১৭৭ মার্কিন ডলার

শর্তাবলীঃ

  • বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • চাকুরীর চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়ন যোগ্য)
  • যোদানের বিমান ভাড়া ৩ বছর চাকুরি শেষে দেশে ফেরত বিমান ভাড়া কোম্পানী নিজে বহন করবে।
  • প্রার্থীর বয়স অবশ্যই ১৮-৩৯ বছরের মধ্যে থাকতে হবে।
  • দৈনিক ৮ ঘন্টা কাজ এবং ওভার টাইম স্বেচ্ছাধীন
  • নিয়োগ কর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা বহন করবে।

আবেদন দাখিল এবং সম্ভাব্য ব্যয়ঃ

  • আগ্রহী প্রার্থীদের আগামী ১০/০৯/২০২১ তারিখে সরাসরি সাক্ষাতকার বোর্ডে উপস্থিত থাকতে হবে।
  • চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীকে বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ বাবদ মোট ১২০০/- (এক হাজার দুইশত) টাকা বহন করতে হবে।

জর্ডানে নিয়োগ বিজ্ঞপ্তি

Boesl job circular

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment