Mauritius Job Circular মরিশাসে নিয়োগ
বোয়েসেল এর মাধ্যমে মরিশাসে Seven Seven Co Ltd অধীন নিম্ন বর্ণিত সংখ্যক পুরুষ কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানতে বোয়েসল এর ওয়েব সাইট www.boesl.gov.bd তে ভিজিট করুন।
সদ্য প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে থাকুন….
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
বিদেশে শ্রমিক নিয়োগ সার্কুলারটি ০৭ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (বোয়োসেল) তাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ নিম্ন লিখিত পদ সমূহে বিদেশ যাওয়ার জন্য নিচের লিংকে Apply Now তে ক্লিক করে সরাসরি আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।
বিদেশে চাকুরি, বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি, বিদেশে শ্রমিক নিয়োগ, মরিশাসে নিয়োগ, বিদেশে চাকুরির খবর, বিদেশে চাকুরির তথ্য
মাত্র এক লক্ষ টাকা খরচে বিদেশে ভাল চাকুরি পেতে চোখ রুখুন আমাদের পেজের বিদেশে চাকুরি অংশে। আমরা নিয়মিত যে কোন চাকুরির খবর সবার আগে আমাদের সাইটে প্রকাশ করে থাকি।
কোম্পানীর নামঃ Seven Seven Co Ltd
পদ ও সংখ্যাঃ
- বেকারী অপারেটর ৩০ জন,
- পেস্ট্রি অপারেটর-২০ জন্
- মোট জনবলঃ ৫০ জন
- মাসিক বেতনঃ ২৬০০০ টাকা প্রায় ১৪০০০০ (মরিশাস রূপি)
শর্তাবলীঃ
- বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১০ মাস থাকতে হবে।
- চাকুরীর চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়ন যোগ্য)
- শিক্ষানবিশকাল ৩ মাস।
- বিমান ভাড়া প্রার্থী নিজে বহন করতে হবে।
- ৩ বছর চাকুরি শেষে দেশে ফেরত বিমান ভাড়া কোম্পানী নিজে বহন করবে।
- প্রার্থীর বয়স অবশ্যই ২০-৩০ বছরের মধ্যে থাকতে হবে।
- সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ এবং ওভার টাইম মরিশাসের শ্রম আইন অনুযায়ী সুবিধা বিদ্যমান।
আবেদন দাখিল এবং সম্ভাব্য ব্যয়ঃ
- আগ্রহী প্রার্থীদের আগামী ১৬/০৯/২০২১ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে
- প্রাপ্ত আবেদন নিয়োগ কর্তা কর্তৃক যাচাই বাছাইয়ের পর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
- চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে বোয়েসেলের সার্ভিস চার্জ ৩৮৯৪০/- টাকা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
- বিমান ভাড়াসহ অন্যান্য ব্যায় সাকুল্যে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
সরাসরি আবেদন করতে নিচে APPLY NOW তে ক্লিক করুন