বহুনির্বাচনী প্রশ্ন
এসএসসি পরীক্ষার্থী ২০২২ এর পরীক্ষার প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে বিজ্ঞান শাখায় বিভিন্ন বিষয়ে নিয়মিত এমসিকিউ প্রশ্ন ও উত্তর সহ আমাদের পেজে প্রকাশ করে থাকি। শিক্ষার্থীগণ সহজেই উক্ত পাঠগুলি দেখে নিজের মেধা যাচাই করার সুযোগ পেয়ে থাকে।
আমাদের পেজে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মেধাবী শিক্ষকদের নিকট থেকে সংগ্রহ করে থাকি। তাছাড়া বিভিন্ন জাতীয় পত্রিকা- দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর, ইত্ত্বেফাকসহ অন্যান্য মাধ্যম থেকে নিয়মিত শ্রেণি পাঠ সমূহ দর্শকদের চাহিদার আলোকে প্রকাশ করি।
এসএসসি পরীক্ষা ২০২২, পরীক্ষার প্রস্তুতি, শ্রেণি পাঠশালা, অনলাইন টিওটরিয়াল
অধ্যায় ৫
১. কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না?
ক. NaCl খ. CaCl2
গ. HCl ঘ. C6H12O6
২. কোনটি ন্যাপথলিনের সংকেত?
ক. C10H8 খ. C5H8
গ. C10H5 ঘ. C5H5
৩. তুঁতের সংকেত কোনটি?
ক. CuSu4 খ. CuSu4.Cl
গ. CuSu4.5H2O ঘ. C6H12O6
৪. নিচের কোনটি গ্লুকোজ?
ক. C6H2O6
খ. C6H12O6
গ. C6Z12O6
ঘ. C6H12N6
৫. নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৬. কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, তাকে কী বলে?
ক. সহযোজনী
খ. উভযোজনী
গ. পরিবর্তনশীল যোজনী
ঘ. মিশ্র যোজনী
৭. আয়নিক যৌগের উদাহরণ কোনটি?
ক. MgO খ. Fe
গ. Zn ঘ. O2
৮. বোরন নাইট্রাইডের সংকেত কোনটি?
ক. BN খ. BN2
গ. B2N ঘ. B2N2
৯. নিচের কোনটি খাদ্য লবণ?
ক. C5H8 খ. NaCl
গ. HCl ঘ. NaC
১০. প্রোপেনের সংকেত কোনটি?
ক. C3H8 খ. C3H5
গ. C5H8 ঘ. C3H3
সঠিক উত্তর
১.ঘ ২.ক ৩.গ ৪.খ ৬.ঘ ৬.গ ৭.ক ৮.ক ৯.খ ১০.ক
প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com-এ ঠিকানায়। আপনার কনটেন্ট আপনার নামে প্রকাশ করা হবে।