স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্রের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গত ২৭ জুন ২০২১ তাদের নিজস্ব ওয়েব সাইটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
সরকারি নিয়োগ সার্কুলার-২০২১ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট www.dscc.gov.bd এ জারি করেছে। ২১টি শূন্য পদে নিয়োগ আবেদন করতে অনলাইনে http:/dscc.teletalk.com.bd গিয়ে যথাযথভাবে তাদের ওয়েবসাইটে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে।
বাংলাদেশের বেকার যুবকদের জিন্য আকর্ষণীয় সরকারী চাকরীর সার্কুলারের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের নিয়োগ সার্কুলার অন্যতম। সরকারি চাকুরীর এডমিট কার্ড ডাউনলোড, পরীক্ষার তারিখ ও সময় আমাদের বাংলা সার্কুলারে পোস্ট করা হয়ে থাকি।
১। পদের নামঃ সহকারী প্রকৌশলী (পুর)
বেতন গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ 22000 – 53060/-
পদের সংখ্যাঃ ০৪টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুর কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণি
সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুনঃ
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
২। পদের নামঃ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
বেতন গ্রেডঃ ৯ম
বেতন স্কেল 22000 – 53060/-
পদসংখ্যাঃ 0২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় যন্ত্র প্রকৌশল বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণি
৩। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী (পুর)
পদের সংখ্যাঃ ১২ টি
বেতন গ্রেডঃ ১০ম
বেতন স্কেলঃ ১৬000 – ৩৮৬৪০/-
শিক্ষাগত যোগ্যতাঃ কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে পুর প্রকৌশল ডিপ্লোমা।
৪। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
শূন্য পদের সংখ্যাঃ ০২ টি
বেতন গ্রেডঃ ১০ম
বেতন স্কেলঃ ১৬০০ – ৩৮৬৪০/-
শিক্ষাগত যোগ্যতাঃ কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে যা যান্ত্রিক পাওয়ার প্রকেশৗলে ডিপ্লোমা।
৫। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ
শূন্য পদের সংখ্যাঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকেশৗলে ডিপ্লোমা।
শর্তাবলী
- ০১/০৬/২০২১ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ হতে ৩০ বছর হতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি বিধান অনুসরণ অনুসরণ করা হবে।
- নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করা হবে
- মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে
- লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না
- আবেদনের জন্য বিস্তারিত বিবরণ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে
- আবেদন ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য 1000 টাকা 3 হতে ৫ নং পদের জন্য 700 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে।
ঢাকা সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপিত ২০২১
অনলাইনে আবেদন করতে নিচে Apply now click
শিক্ষা সংবাদ, এ্যাসাইনমেন্ট, চাকুরি, বিজ্ঞপ্তি, টেন্ডারসহ যাবাতীয় সকল সংবাদ বা বিজ্ঞপ্তিসমূহ সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এ সংবাদ বা বিজ্ঞপ্তিটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক বা শেয়ার দিন।
Related Post: সাপ্তাহিক চাকরির পত্রিকা, daily education, bd job today, new job circular 2021, চাকরির পত্রিকা আজকের, আবশ্যক, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, চাকরির বাজার, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt,