এসএসসি ভূগোল বিষয়ের এমসিকিউ
১. প্রতি সেকেন্ডে আলোর অতিক্রান্ত পথের দূরত্ব কত কিলোমিটার?
ক. প্রায় ২ লাখ খ. প্রায় ৩ লাখ গ. প্রায় ৬ লাখ ঘ. প্রায় ৭ লাখ ২. আহ্নিক গতির ফলে—
i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয় ii. ঋতু পরিবর্তন হয় iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সমুদ্রপৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে কী বলে?
ক. মালভূমি খ. উপত্যকা গ. সমভূমি ঘ. নিম্নভূমি
৩. ব্ল্যাক ফরেস্ট ও ভোজ কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল/ভাঁজ খ. স্তূপ/চ্যুতি গ. ল্যাকোলিথ ঘ. সনোরা লাইন
৪. কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয় গ. স্তূপ ঘ. ভঙ্গিল
৫. ভারতের দাক্ষিণাত্য মালভূমি কিসের দ্বারা গঠিত?
ক. নুড়ি খ. লাভা গ. ম্যাগমা ঘ. গ্রাবরেখা
৬. পর্বত সাধারণ কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে?
ক. ৪০০ খ. ৬০০ গ. ৫০০ ঘ. ৬০০-এর অধিক
৭. কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন?
ক. অক্ষাংশের জন্য খ. ভূমির ঢালের জন্য গ. উচ্চতার কারণে ঘ. সমুদ্র থেকে দূরত্বের কারণে
৮. ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত
৯. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
১০. পদ্মার উপনদী কোনটি?
ক. মধুমতি খ. গড়াই গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা
১১. বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশ খ. ভারত গ. পাকিস্তান ঘ. মিয়ানমার
১২. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ১৪ খ. ২৪ গ. ৩৪ ঘ. ৪৪
১৩. বাংলাদেশের পর্বতের সঙ্গে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?
ক. ফুজিয়ামা খ. আন্দিজ গ. হেনরি ঘ. ভিসুভিয়াস
১৪। বাংলাদেশের দারিদ্রে৵র কারণ চিহ্নিত করার জন্য একদল বিশেষজ্ঞ কাজ করছেন, যাদের প্রথম কাজ হলো প্রাকৃতিক পরিবেশ এ দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা। উক্ত বিশেষজ্ঞ দল যেটির প্রভাব বিশ্লেষণ করবেন—
i. জলবায়ুর ii. ভূপ্রকৃতির iii. শিক্ষার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যৌক্তিক কারণ হলো—
i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ii. নতুন নতুন আবিষ্কার iii. চিন্তাধারার বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। যে ধরনের বিষয়বস্তু ভূগোলে আলোচিত হয়—
i. পরিবেশে মানুষের কর্মকাণ্ড
ii. অর্থনৈতিক মন্দার কারণ
iii. পরিবেশে মানুষের জীবনধারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭।. ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলে আখ্যায়িত করেছেন কে?
ক. কার্ল রিটার খ. ম্যাকনি গ. রিচার্ড হার্টশোন ঘ. ইরাটোসথেনিস
সঠিক উত্তর
২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ক