সিকিউরিটি অফিসার নিয়োগ
দেশের সুনামধর্মী প্রাইভেট কোম্পানী বোনাফাইড নিটিং মিলস্ লিঃ, রূপগঞ্জ, নারায়নগঞ্জ এর জন্য জরুরী ভিত্তিতে সিকিউরিটি সংশ্লিষ্ট নিম্নের পদ সমূহে জনবল নিয়োগ করা হইবে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ০৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
প্রাইভেট কোম্পানী বোনাফাইড নিটিং মিলস্ লিঃ বেসরকারি প্রতিষ্ঠিত কোম্পানী। তাদের ফ্যাক্টরিতে জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে।
বেসরকারি নিয়োগ, সিকিউরিটি ইনচার্জ নিয়োগ
সরকারি ও বেসরকারি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেজে থাকুন…..
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
আগ্রহী প্রার্থীগণ নিম্নের যোগ্যতা অনুসারে নিম্নের পদ সমূহের যে কোন পদে আবেদন করতে পারবেন।
১। পদের নামঃ সিকিউরিটি অফিসার
- শূন্য পদের সংখ্যাঃ ০৪ জন
- অভিজ্ঞতাঃ সেনাবাহিনী ও বিজিবি হইতে অবসরপ্রাপ্ত
- বয়সঃ অনুর্ধ ৫৫ বছর
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
২। পদের নামঃ সিকিউরিটি ইনচার্জ
- শূন্য পদের সংখ্যাঃ ১০ জন
- অভিজ্ঞতাঃ অনারারি ক্যাপ্টেন/অনারারি লেফটেন্যান্ট/মাস্টার ওয়ারেন্ট অফিসার
৩। পদের নামঃ সিকিউরিটি সহকারী ইনচার্জ
- শূন্য পদের সংখ্যাঃ ১০ জন
- অভিজ্ঞতাঃ সার্জেন্ট মেজর/কোয়াটার মাস্টার সার্জেন্ট (ব্যাটালিয়ন)
৪। পদের নামঃ সিকিউরিটি সুপারভাইজার
- শূন্য পদের সংখ্যাঃ ১০ জন
- অভিজ্ঞতাঃ সার্জেন্ট মেজর/কোয়াটার মাস্টার সার্জেন্ট (কোম্পানী)
৫। পদের নামঃ সিকিউরিটি গার্ড
- শূন্য পদের সংখ্যাঃ ৪০ জন
- অভিজ্ঞতাঃ আনসার ও বিএনসিসি ট্রেনিংপ্রাপ্ত/সেনাবাহিনী ও বিজিবি হইতে অবসরপ্রাপ্ত সৈনিক/ ল্যান্স কর্পোরাল, কর্পোরাল/ সার্জেন্ট
- বয়সঃউপরের সকল পদে অনুর্ধ বয়স ৫৫ বছর
৬। পদের নামঃ সিভিল ইঞ্জিনিয়ার
- শূন্য পদের সংখ্যাঃ ০৪ জন
- যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ডিপ্লোমা বিএসসি (সিভিল)
- বয়সঃ অনুর্ধ ৫০ বছর
৭। পদের নামঃ ফ্যাক্টরী সুপারভাইজার
- শূন্য পদের সংখ্যাঃ ১০ জন
- যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি পাশ
- বয়সঃ অনুর্ধ ৩২-৪৫
৮। পদের নামঃ অফিসিয়াল অন্যান্য পদে
- শূন্য পদের সংখ্যাঃ ১০ জন
- যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কমপক্ষে এইচএসসি পাশ
- বয়সঃ অনুর্ধ ৩২-৪৫
আবেদন প্রক্রিয়াঃ
- ডাকযোগে অথবা কুরিয়ার মাধ্যমে
- আবেদনের শেষ তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ
- বেতন ভাতাঃ আলোচনা সাপেক্ষে
- খামের উপর পদের নাম ও প্রার্থীর মোবাইল উল্লেখ থাকতে হবে
- প্রয়োজনে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে ০১৭০১-২৬২৩৭২ নাম্বারে যোগাযোগ করা যাবে।
আবেদন ঠিকানাঃ
বোনাফাইড নিটিং মিলস্ লিঃ, ৮২/ক, বরপা, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।
প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com-এ ঠিকানায়। আপনার কনটেন্ট আপনার নামে প্রকাশ করা হবে।